Dhaka, February 6, 2025:
The Advisory Council decided in its meeting today that the Chief Advisor will visit the Mirror House as soon as possible. Local and foreign media will be with him.
The meeting discussed the steps taken to ensure transportation of goods through TCB, large-scale imports and smooth supply in order to keep commodity prices stable during Ramadan.
The meeting discussed the issue of avoiding load shedding during Ramadan and maintaining normal power supply.
Earlier, the Judicial Reform Commission submitted a report to the Chief Advisor.
The report made recommendations on the court management of the Supreme Court.
Increase the number of judges in the Appellate Division and High Court Divisions, especially ensuring that at least 3 benches operate in the Appellate Division at all times.
Ensure that notices are issued and prepared for hearing within a reasonable time by making joint arrangements with the Postal Department to ensure that notices are returned within a maximum of 30 (thirty) days.
Make arrangements for online submission of mention slips so that the time of lawyers and the court is not wasted and the working hours of the court are increased. Expand the use of technology in case registration in the High Court Division.
Formulate a policy on bench reconstitution, so that the concerned judge or judges can be informed a specific time before the bench reconstitution.
Make changes in the jurisdiction of the Chamber Court of the Appellate Division, so that applications for stay orders, except for specific and very urgent matters, are disposed of by the regular bench.
Expand the use of the Supreme Court web portal and make electronic copies of every order and judgment of both divisions of the Supreme Court available online. Ensure the activities of the High Court Monitoring Committee. Conduct the process of lawyer registration in the Appellate Division with transparency. Publish a manual in Bengali containing applicable rules, instructions, etc.
The Judicial Reforms Commission has submitted its report to the Chief Advisor. The report has made recommendations regarding the physical infrastructure of the subordinate courts.Physical infrastructure of subordinate courts, to undertake a feasibility study project to assess the feasibility of constructing buildings in 37 district and sessions judge courts where buildings have not been constructed, and based on the project recommendations, to undertake upward expansion projects in those cases where there is scope for upward expansion of the buildings and to undertake projects for construction of new district and sessions judge court buildings in other cases.
Under the Chief Judicial Magistrate Court Building Construction Project in 64 district headquarters of Bangladesh, to undertake construction activities in 23 districts where building construction activities have not yet started; to initiate the acquisition process in 5 districts where land has not been acquired till date.
Construction of separate buildings for 51 chowki courts located in 34 upazilas under 20 districts of the country. Construction of courthouses on an urgent basis for 66 courts under the jurisdiction of District Judge Courts and 64 courts under the jurisdiction of Chief Judicial Magistrate Courts.
Establish separate court buildings for the Metropolitan Sessions Judge and Chief Metropolitan Magistrate courts. Provide the necessary number of rooms and spacious space for the court’s office, record room, copy room, warehouse and GRO branch. Establish separate judicial complexes at the district level for the accommodation of judges.
Designate a waiting area for witnesses in each court premises and arrange for seating in the courtroom. Arrange for seating of detainees (male and female) in the court’s custody. Establish toilets and waiting rooms suitable for women and children in each court premises. Remove iron cages for the accused in any courtroom. Establish an ‘information desk’ on the ground floor of the court building for the convenience of trial seekers.
The Judicial Reforms Commission has submitted its report to the Chief Advisor. The report has made recommendations regarding the physical infrastructure of the subordinate courts.
Independent Criminal Investigation Service, a separate investigation service to be formed by the Government by law from the manpower currently employed in various investigation units. Establishment of the service, regulation of the terms and conditions of employment in the said service and incorporation of all provisions for the operation of the said service, as far as possible, in the principal law. Amendment of the Code of Criminal Procedure, 1898 and other laws in which criminal investigation is mentioned and reform of the Police Act, 1861 and the Police Regulations, 1943.
This service will be completely separate from the police force. Their recruitment, conditions of employment, control, budget, infrastructure and ancillary matters will be under a separate institutional structure. The service will be independent in the discharge of its duties and exercise of its powers.
New laws will have to be made for the formation of this service. Appointment and assimilation of police officers on deputation during the transitional period.
Although the Investigation Service is run by the Ministry of Home Affairs, its officers cannot be dismissed without the prior approval of a higher commission to ensure that they are not subject to political influence.
The Judicial Reform Commission has submitted its report to the Chief Advisor. The report recommends a permanent government attorney service.
Permanent government attorney service
A permanent attorney service should be established to handle civil and criminal cases on behalf of the state in the Supreme Court and subordinate courts and appropriate provisions should be made for the service with specific structure, recruitment procedures, promotion, transfer, discipline, salary structure including financial benefits and ancillary matters.
Proposal to formulate a law.
Establish the Attorney Service as a permanent pensionable government service.
Formulate a law containing appropriate provisions on specific structure, recruitment procedures, promotion, transfer, discipline, salary structure including financial benefits and ancillary matters for the service. Provide adequate infrastructure, budget allocation and support manpower.
The proposed service will have two branches: (a) Supreme Court Attorney Service consisting of Assistant Attorney General, Deputy Attorney General and Additional Attorney General and (b) District Attorney Service consisting of Assistant District Attorney, Senior Assistant District Attorney, Joint District Attorney, Additional District Attorney and District Attorney.
Make transitional provisions so that the Attorney Service can function effectively even before the proposed outline is fully implemented.

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
ঢাকা, ফেব্রুয়ারি ৬, ২০২৫:
উপদেষ্টা পরিষদের আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি মিডিয়া উনার সঙ্গে থাকবেন।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে।
সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
এর আগে, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
প্রতিবেদনে সুপ্রিম কোর্টের আদালত ব্যবস্থাপনার বিষয়ে সুপারিশ করা হয়েছে।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করা, বিশেষত আপিল বিভাগে সকল সময় ন্যূনতম ৩টি বেঞ্চ পরিচালনা নিশ্চিত করা।
যৌক্তিক সময়ের মধ্যে মামলার নোটিশ জারি ও শুনানির জন্য প্রস্তুতকরণ নিশ্চিত করার জন্য ডাক বিভাগের সাথে যৌথ আয়োজনের মাধ্যমে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নোটিশ ফেরত আসা নিশ্চিত করা।
অনলাইনে মেনশন স্লিপ জমা নেয়ার ব্যবস্থা করা যাতে এ কারণে আইনজীবীদের ও আদালতের সময় নষ্ট না হয় এবং আদালতের কর্মঘণ্টা বৃদ্ধি পায়। হাইকোর্ট বিভাগে মামলা নিবন্ধনে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ।
বেঞ্চ পুনর্গঠন বিষয়ে নীতিমালা প্রণয়ন, যাতে করে বেঞ্চ পুনর্গঠনের আগে সংশ্লিষ্ট বিচারক বা বিচারকদের একটি সুনির্দিষ্ট সময়ের আগেই অবহিত করা যায়।
আপিল বিভাগের চেম্বার আদালতের এখতিয়ারে পরিবর্তন আনা, যাতে সুনির্দিষ্ট ও অতি জরুরি বিষয় ছাড়া স্থগিতাদেশের আবেদন নিয়মিত বেঞ্চ থেকে নিষ্পত্তি হয় ।
সুপ্রিম কোর্টের ওয়েব পোর্টালের ব্যবহার সম্প্রসারণ করে সুপ্রীম কোর্টের উভয় বিভাগের প্রত্যেকটি আদেশ ও রায়ের ইলেকট্রনিক কপি অনলাইনে প্রাপ্তিযোগ্য করা। হাইকোর্টের মনিটরিং কমিটির কার্যক্রম নিশ্চিত করা। আপিল বিভাগে আইনজীবী নিবন্ধনের প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পরিচালনা। প্রযোজ্য বিধিমালা, নির্দেশনা ইত্যাদি সমন্বয়ে বাংলায় ম্যানুয়াল প্রকাশ।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রতিবেদনে অধস্তন আদালতের ভৌত অবকাঠামোর বিষয়ে সুপারিশ করা হয়েছে।
অধস্তন আদালতের ভৌত অবকাঠামো, ভবন নির্মিত হয়নি এমন ৩৭টি জেলা ও দায়রা জজ আদালতে ভবন নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ, এবং প্রকল্পের সুপারিশের ভিত্তিতে যেসব ক্ষেত্রে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প এবং অন্যান্য ক্ষেত্রে নতুন জেলা ও দায়রা জজ আদালত ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা।
বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের আওতায় যে ২৩টি জেলায় এখনো ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়নি সেগুলোর নির্মাণ কার্যক্রম গ্রহণ; যে ৫ জেলায় অদ্যাবধি জমি অধিগ্রহণ হয়নি সেগুলোর অধিগ্রহণ প্রক্রিয়া শুরু।
দেশের ২০টি জেলার আওতাধীন ৩৪টি উপজেলায় অবস্থিত ৫১ টি চৌকি আদালতের জন্য পৃথক ভবন নির্মাণ। জেলা জজ আদালতের আওতাধীন ৬৬টি এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন ৬৪টি আদালতের জন্য জরুরি ভিত্তিতে এজলাস নির্মাণ ।
মহানগর দায়রা জজ এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহের জন্য পৃথক আদালত ভবন স্থাপন । আদালতের নেজারত, রেকর্ডরুম, নকলখানা, মালখানা ও জিআরও শাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক কক্ষ ও প্রশস্ত জায়গার ব্যবস্থা করা। বিচারকদের আবাসনের জন্য জেলা পর্যায়ে পৃথক জুডিসিয়াল কমপ্লেক্স স্থাপন করা।
প্রতিটি আদালত প্রাঙ্গণে সাক্ষীদের অপেক্ষার জায়গা নির্ধারণ এবং এজলাসে বসার ব্যবস্থা করা। আদালতের হাজতে (পুরুষ ও মহিলা) হাজতিদের বসার ব্যবস্থা করা। প্রতিটি আদালত প্রাঙ্গনে নারী ও শিশুদের জন্য উপযোগী শৌচাগার ও অপেক্ষাগার স্থাপন করা। কোন এজলাসে আসামীদের জন্য এখনো লোহার খাঁচা থেকে থাকলে তা অপসারণ করা। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালত ভবনের নিচতলায় ‘তথ্য ডেস্ক স্থাপন করা।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রতিবেদনে অধস্তন আদালতের ভৌত অবকাঠামোর বিষয়ে সুপারিশ করা হয়েছে।
স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস, সরকার কর্তৃক আইন দ্বারা বর্তমানে বিভিন্ন তদন্ত ইউনিটে নিয়োজিত জনবলের সমন্বয়ে একটি পৃথক তদন্ত সার্ভিস গঠন । সার্ভিস প্রতিষ্ঠা, উক্ত সার্ভিসে নিয়োগ ও কর্মের শর্তাবলি নিয়ন্ত্রণ এবং উক্ত সার্ভিসকে কার্যকর করার জন্য যাবতীয় বিধান, যতদূর সম্ভব, মূল আইনেই অন্তর্ভুক্তকরণ। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং অন্যান্য যেসব আইনে ফৌজদারি অপরাধ তদন্তের উল্লেখ আছে সেসব আইনে সংশোধনী আনয়ন এবং ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ প্রবিধানমালা সংস্কার।
এই সার্ভিস হবে পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। তাদের নিয়োগ, চাকরির শর্তাবলি, নিয়ন্ত্রণ, বাজেট, অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয়াদি একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোভুক্ত হবে। দায়িত্ব পালন ও ক্ষমতা ব্যবহারে সার্ভিস স্বাধীন থাকবে।
এই সার্ভিস গঠনের জন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। ক্রান্তিকালীন সময়ে পুলিশ কর্মকর্তাগণকে প্রেষণে নিয়োগ ও আত্মীকরণ।
তদন্ত সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত হলেও এর কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রভাবের শিকার না হন, তার জন্য একটি উচ্চতর কমিশনের পূর্বানুমোদন ছাড়া তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রতিবেদনে স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিসের সুপারিশ করা হয়েছে।
স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস
সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতে রাষ্ট্রপক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন এবং উক্ত সার্ভিসের জন্য সুনির্দিষ্ট কাঠামো, নিয়োগ পদ্ধতি, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, বেতন কাঠামোসহ আর্থিক সুবিধাদি এবং আনুষঙ্গিক বিষয়ে যথাযথ বিধান প্রণয়নের প্রস্তাব।
অ্যাটর্নি সার্ভিসকে একটি স্থায়ী পেনশনযোগ্য সরকারি চাকরি হিসেবে প্রতিষ্ঠা।
সার্ভিসের জন্য সুনির্দিষ্ট কাঠামো, নিয়োগ পদ্ধতি, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, বেতন কাঠামোসহ আর্থিক সুবিধাদি এবং আনুষঙ্গিক বিষয়ে যথাযথ বিধান সম্বলিত আইন প্রণয়ন। পর্যাপ্ত অবকাঠামো, বাজেট বরাদ্দ ও সহায়ক জনবলের ব্যবস্থা রাখা।
প্রস্তাবিত সার্ভিসের দুটি শাখা থাকবে: (ক) সহকারি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট অ্যাটর্নি সার্ভিস এবং (খ) সহকারি জেলা অ্যাটর্নি, সিনিয়র সহকারি জেলা অ্যাটর্নি, যুগ্ম জেলা অ্যাটর্নি, অতিরিক্ত জেলা অ্যাটর্নি এবং জেলা অ্যাটর্নি সমন্বয়ে গঠিত জেলা অ্যাটর্নি সার্ভিস।
ক্রান্তিকালীন বিধান রাখা যেন প্রস্তাবিত রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হওয়ার পূর্বেও অ্যাটর্নি সার্ভিস কার্যকরভাবে কাজ করতে পারে।