ঢাকা ৭ ফেব্রুয়ারি ২০২৫ :
জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা যারা ইতোপূর্বে বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন তাদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবেদন ফরম গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট www.musc.portal.gov.bd-এ পাওয়া যাবে।
গত ৯ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগে অনুষ্ঠিত জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও স্বাস্থ্য কার্ড বিতরণ সংক্রান্ত সভায় ইতোপূর্বে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন, তাদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করতে হবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে সেলে প্রেরণ করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সেল দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (যুগ্মসচিব) মোঃ মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।