তারুণ্যের উৎসব ২০২৫
টরন্টো, ৯ ফেব্রুয়ারি ২০২৫::
‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের অংশ হিসেবে গতকাল টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে ইউনিভার্সিটি অব টরন্টো, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং ইয়র্ক ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ তিনটি ইউনিভার্সিটির চারটি ক্যাম্পাসের বাংলাদেশি ছাত্র সংসদের ৩১ জন ছাত্রছাত্রী এ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে নিজেদের যথাযথভাবে গড়ে তোলার জন্য উৎসাহ দেন। এছাড়া, তিনি ছাত্রছাত্রীদের কনস্যুলার সেবা ছাড়াও অন্যান্য যেকোন বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।