Home Bangla News যোগাযোগ, গুণগত শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি : পার্বত্য...

যোগাযোগ, গুণগত শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি : পার্বত্য উপদেষ্টা

0

রাঙ্গামাটি ৯ ফেব্রুয়ারি ২০২৫:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি হলো উন্নত কৃষি ব্যবস্থাপনা, গুণগত শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  

উপদেষ্টা আজ রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, সড়ক যোগাযোগ এ দেশের অন্যতম যোগাযোগ মাধ্যম। রামগড়-খাগড়াছড়ি, খাগড়াছড়ির মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি-বেতবুনিয়া সড়ক চার লেইনে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।  

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে তিন কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here