Dhaka 10 February 2025:
The annual sales conference of Apex held on Sunday.
This is the biggest event of the year for the Apex family. Apex Footwear Limited Managing Director Syed Nasim Manzur, Chief Operating Officer Firoz Mohammad, Finance Controller Md. Main Uddin, Head of National Sales Farrukh Mobin, Head of Retail Sales Arbabur Rahman, Head of Product Development Salman A. Kam, Head of Marketing Md. Raihan Kabir and other officials and employees were present at the conference.
Various discussions were held regarding the sales strategy for 2025. All those present returned with a promise of greater success and efficiency in the new year.

এপেক্স বাৎসরিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
ঢাকা ১০ ফেব্রুয়ারি ২০২৫ :
রবিবার অনুষ্ঠিত হলো, এপেক্স-এর বাৎসরিক বিক্রয় সম্মেলন।
এপেক্স পরিবারের জন্য এটি বছরের সবচেয়ে বড় আয়োজন। সম্মেলনে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চীফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্স কন্ট্রোলার মোঃ মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস্ ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস্ আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ. কাম, হেড অব মার্কেটিং মোঃ রায়হান কবির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে ২০২৫ এর বিক্রয় কৌশল সম্পর্কিত নানান আলোচনা হয়। উপস্থিত সকলে নতুন বছরে অধিক সাফল্য আর কর্মদক্ষতার অঙ্গিকার দিয়ে ফিরে আসে।