Home Bangla News আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে : পরিবেশ উপদেষ্টা

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে : পরিবেশ উপদেষ্টা

0

ঢাকা ১০ ফেব্রুয়ারি ২০২৫ :

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাই মিলে একসঙ্গে একটি শোষণ ও অন্যায়মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হবে।

          উপদেষ্টা আজ রাজধানীর শেরেবাংলা নগরের বিআইসিসিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

          সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক ও ভবিষ্যৎ নেতা হয়ে গড়ে উঠতে হবে। তাদের সাহস ও ত্যাগের কারণে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে। এদেশের মানুষ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। এসময় তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, ভালো ক্যারিয়ার গড়াই শেষ লক্ষ্য নয়, সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত সাফল্য।

          উপদেষ্টা বলেন, সমাজকে শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হলে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করতে হবে। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য বড় হুমকিস্বরুপ। এগুলো কমাতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী নিশ্চিত করা সম্ভব।

          বর্তমান উন্নয়ন মডেলের পরিবেশগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন করতে যেন প্রকৃতির ওপর কোনো চাপ সৃষ্টি না হয়, সে বিষয় নিশ্চিত করতে হবে। প্রকৃতির ক্ষতি না করে উন্নতি করতে আমাদের উন্নয়নের ধারণা বদলাতে হবে। এছাড়া, তিনি আইইউবিএটিকে পরিবেশবান্ধব উন্নয়ন মডেল প্রচারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

          সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অধ্যাপক ড. ট্যামসিন ব্র্যাডলি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নারগিস ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী রিয়ানা আজাদ।

          পরে উপদেষ্টা সমাবর্তন ডিগ্রি প্রদান করেন এবং ফাউন্ডার মিয়ান গোল্ড মেডেল, আলিমুল্লাহ মিয়ান অ্যাওয়ার্ড ও ক্রেস্ট বিজয়িদের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here