ঢাকা ১০ ফেব্রুয়ারি ২০২৫ :
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগিতায় বিগত শুক্রবার দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানার্স অ্যালামনাই সংগঠনের সদস্য, ফেলো সদস্য এবং নারী পরিকল্পনাবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিআইপি ক্রিকেট ফেস্টিভাল ২০২৫ বুয়েট কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। প্ল্যানার্স ক্রিকেট ফেস্টিভ্যালে স্পন্সরশীপ প্রদান করে প্ল্যান প্ল্যাস লি.।
দিনব্যাপী শ্বাসরুদ্ধকর ক্রিকেট ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে রুয়েট আরবান প্ল্যানার্স এসোসিয়েশন এবং রানার্স আপ হয় পাস্ট প্ল্যানার্স অ্যালামনাই।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ইয়াসিন আহমেদ (রুয়েট), ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মোঃ আল-আমিন (পাস্ট), সর্বোচ্চ রান সংগ্রহ করেন শাহরিয়ার আহম্মেদ শৈশব (রুয়েট) এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন নাহিদ হোসেন (পাস্ট)। এছাড়াও নারী পরিকল্পনাবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার ও ট্রফি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ, পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন এবং সিনিয়র পরিকল্পনাবিদ সদস্যসহ সংশ্লিষ্ট অ্যালামনাই সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।