Home Bangla News কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য উপদেষ্টা

কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য উপদেষ্টা

0

ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫:

          বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না। তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না। এ সময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

 খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ ফেব্রুয়ারি, খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।  

          টিসিবি’র কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলের সমন্বয়ে সমাধান করা হবে। ফ্যাসিবাদের থেকে আলাদা হয়ে আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। তিনি বলেন, কার্ড সংশোধন করা হবে একই সাথে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করা হবে। দু’টো কাজই দ্রুত করা হবে।  

কার্ড দেওয়ার ক্ষেত্র কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা । তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা না করে যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনতে হবে। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে কার্ড পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন তিনি।  

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here