Home Development রমজান মাসজুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে : বাণিজ্য উপদেষ্টা

রমজান মাসজুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে : বাণিজ্য উপদেষ্টা

0

খুলনায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির উদ্বোধন

খুলনা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও পাঁচটি দরিদ্রপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

উপদেষ্টা আজ খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন , ৬৩ লাখ পরিবারকে ভরতুকিমূল্যে পণ্য সরবারহ করে থাকে টিসিবি । কার্ড আধুনিকায়নে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে কার্ড সচল হবে যার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। এ সংখ্যাকে আরো বাড়ানোর জন্য অতিরিক্ত ১২ লাখ পরিবারকে রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। অতিরিক্ত নয় হাজার মেট্রিকটন পণ্য ট্রাকসেলে বিক্রয় হবে। এ কার্যক্রমের মাধ্যমে বাজারমূল্য নিন্মগামী ও সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে।

বশিরউদ্দীন বলেন, আমরা এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম থাকবে না। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

খুলনার জেলাপ্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলাপ্রশাসক (মানব সম্পদ)নূরুল হাই মোহাম্মদ আনাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here