Home Business BRAC Bank to provide Distributor Channel Financing to Pidilite Speciality Chemicals

BRAC Bank to provide Distributor Channel Financing to Pidilite Speciality Chemicals

0

Dhaka 13 February 2025:

BRAC Bank has signed an agreement with Pidilite Speciality Chemicals (BD) Pvt. Ltd. to provide financing solutions for the distributors of the adhesive manufacturing company.

This agreement will empower Pidilite’s distributors across the country by granting them access to convenient term loans from BRAC Bank, ensuring seamless business operations.

The initiative is particularly beneficial for Pidilite’s dealers and distributors, as they will now receive consistent and reliable funding to support their working capital needs.

Under the agreement, Pidilite’s distributors in Bangladesh can avail both secured and unsecured loans. By leveraging the bank’s advanced corporate internet banking platform, CORPnet, distributors can transfer payments to the manufacturer swiftly and efficiently.

The formalisation of this agreement took place on February 9, 2025, at Pidilite’s office, with Mainak Dutta, Country Manager & Director of Pidilite Speciality Chemicals, and Taher Hasan Al Mamun, Senior Zonal Head, South, Distribution Network of BRAC Bank, present.

The signing ceremony was attended by representatives from both organisations, including Khaled Al Fesani, Area Head of Corporate Banking; Indrajit Sur, Head of Emerging Corporate; and Alomgir Hossain, Head of Small Business (Central), SME Banking from BRAC Bank, alongside Shaikh Abdul Momen FCA, Chief of Finance; and Mohammad Rezaul Kabir, Manager of Treasury from Pidilite Speciality Chemicals.

This collaboration marks a significant step in strengthening Pidilite’s distribution network and promoting growth and stability in the adhesive market.

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসকে ডিস্ট্রিবিউটর চ্যানেল ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ :

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন নিতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে করবে আরো সহজ ও নির্বিঘ্ন।

এই উদ্যোগের ফলে পিডিলাইটের ডিলার ও ডিস্ট্রিবিউটররা বিশেষভাবে উপকৃত হবে। কারণ, এখন থেকে তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের যোগান পাবে।

এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে জামানতসহ এবং জামানতবিহীন— উভয় প্রকার ঋণ সুবিধাই গ্রহণ করতে পারবেন। এছাড়াও, তারা ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিংয়ের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে দ্রুত ও সহজেই পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।

৯ ফেব্রুয়ারি ২০২৫ পিডিলাইটের অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মৈনাক দত্ত এবং ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক কর্পোরেট ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসাইন এবং পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের চিফ অব ফাইন্যান্স শেখ আব্দুল মোমেন এফসিএ এবং ম্যানেজার অব ট্রেজারি মোহাম্মদ রেজাউল কবির।

এই চুক্তির মাধ্যমে পিডিলাইটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশের অ্যাডেসিভ মার্কেটে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিও অর্জিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here