Attempt to Appoint Corruption-Accused Officer to ACC
Dhaka, 18 February 2025:
Transparency International Bangladesh (TIB) has voiced deep concern over the government’s attempt to appoint Amin Al Parvez— a government official accused in a corruption case related to land acquisition in Cox’s Bazar— as a director of the Anti-Corruption Commission (ACC).
In a press release issued on Tuesday, TIB stated that the move raises legitimate concerns about whether the government is attempting to shield corruption and render the ACC ineffective.
According to media reports, a case was filed against Amin Al Parvez in 2020 for embezzling 22 crore 21 lakh 28 thousand and 836 taka from the Police Bureau of Investigation (PBI) building construction and land acquisition project in Cox’s Bazar. At the time, he was serving as the Additional Deputy Commissioner (Education and ICT) in the Cox’s Bazar District Administration. An ACC report later revealed that Amin Al Parvez had unlawfully benefited himself and others through fraud and abuse of power, said a press release .
Terming the attempt of the govt. to appoint such an official unacceptable, TIB Executive Director Dr. Iftekharuzzaman said, “The most pressing question is: On what grounds was an officer accused of corruption appointed to the ACC on deputation? This decision comes at a time when the ACC Reform Commission has explicitly recommended identifying corrupt officers and employees within the ACC, dismissing them through departmental measures, and prosecuting them.
Appointing an official facing corruption allegations—directly contradicting this recommendation—raises serious concerns. What message does this send? Given the current circumstances, it’s not unreasonable to believe that, rather than strengthening the ACC in the fight against corruption, efforts are being made to render it ineffective from within the government. In reality, this suggests a conspiracy within the administration to protect corruption.
The government’s decision to appoint an accused officer to the ACC is not only unacceptable but also deeply alarming.”
The media reported that the appointment of the accused officer has been canceled. In this regard, Dr Zama said, “We want to commend the ACC’s decision to cancel the appointment of the accused officer. However, we urge the commission to treat this incident as a lesson and remain vigilant in all future appointments and promotions, particularly those made on deputation, ensuring that it remains free from undue influence.
At the same time, the government—especially the bureaucracy—must refrain from undermining ACC reformation goals through such untoward actions. It is crucial to remember that the interim government’s duty is to set a precedent for accountability, not to tarnish its own credibility by shielding corruption or rewarding those implicated in it. Otherwise, how is this any different from the kleptocracy seen under authoritarian rule?”

সরকারের উদ্যোগেই দুর্নীতির সুরক্ষা? প্রশ্ন টিআইবির
দুর্নীতির মামলায় অভিযুক্তকে দুদকে পদায়নের প্রয়াস
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫:
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ কেন্দ্র করে আলোচিত দুর্নীতির মামলার আসামি সরকারি কর্মচারী আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে পদায়নের সরকারি উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সরকারের ভেতর থেকেই দুর্নীতির সুরক্ষা ও দুদককে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে কি—না, এমন প্রশ্ন মোটেই অযৌক্তিক নয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২০ সালে কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণ প্রকল্পে ২২ কোটি ২১ লাখ ২৮ হাজার ৮৩৬ টাকা আত্মসাতের অভিযোগে আমিন আল পারভেজের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি তখন কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুদকের প্রতিবেদন অনুযায়ী, আমিন আল পারভেজ প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে এবং অন্যদের অবৈধভাবে লাভবান করেছেন।
এমন একজন কর্মকর্তাকে দুদকে পরিচালক পদে নিয়োগ দিতে সরকারের প্রচেষ্টাকে পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোন মানদণ্ডে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাকে প্রেষণে দুদকেই নিয়োগ দেওয়া হলো? সেটিও এমন একটি সময়ে, যখন দুদক সংস্কার কমিশন সুস্পষ্ট সুপারিশ করেছে যে, দুদকের অভ্যন্তরে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকুরী থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারে সোপর্দ করতে হবে।
এই সুপারিশের পুরোপুরি বিপরীতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তাকে নিয়োগের ঘটনা আসলে কী বার্তা দেয়? উদ্ভুত পরিস্থিতিতে এমন মনে হওয়া অমূলক নয় যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দুদককে শক্তিশালী করার বদলে সরকারের ভেতর থেকেই দুদককে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে! এবং বাস্তবে দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনে ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তাকে দুদকে পদায়নে সরকারের উদ্যোগ একেবারেই অগ্রহণযোগ্য ও একইসঙ্গে গভীর উদ্বেগজনক।’
দুদকের চেয়ারম্যান অভিযুক্ত কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে মর্মে জানান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তার নিয়োগ বাতিলে দুদকের এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাতে চাই।
তবে আমরা আশা করবো, দুদক এই ঘটনাকে একটি দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করবে এবং ভবিষ্যতে নিয়োগ ও পদায়ন, বিশেষ করে প্রেষণে নিয়োগের ক্ষেত্রে সতর্ক থেকে যে কোনো প্রকার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে নিরবচ্ছিন্ন সাফল্য দেখাতে পারবে।
একইসঙ্গে সরকার, বিশেষ করে আমলাতন্ত্র এ ধরনের অপপ্রয়াসের মাধ্যমে দুদক সংস্কারকে লক্ষ্যভ্রষ্ট করা থেকে বিরত থাকবে। মনে রাখতে হবে, অন্তবর্তী সরকারের দায়িত্ব ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করা, দুর্নীতির সুরক্ষা দিয়ে বা দুর্নীতির দায়ে অভিযুক্তদের পুরস্কৃত করে নিজেকে বিব্রত করা নয়
তাহলে কতৃর্ত্ববাদী মেয়াদের চৌরতন্ত্রের সঙ্গে পার্থক্য থাকলো কোথায়?’