Home Environment Bangladesh is owed US$5.8 trillion in climate debt by rich polluting countries...

Bangladesh is owed US$5.8 trillion in climate debt by rich polluting countries : report

0

Dhaka 19 February, 2025:

A new report by ActionAid, Who Owes Who?, exposes the stark reality of Bangladesh’s debt crisis, revealing that while the country grapples with an external debt of US$78.06 billion, it is owed a staggering US$5.8 trillion in climate debt by rich, high-polluting nations. The report highlights the urgent need for debt cancellation and global financial justice.

The findings of the report, published on the present month in the lead-up to the AU Heads of State Summit in Addis Ababa, underscore the stark imbalance between the debts low- and lower-middle-income countries owe and the obligations that high-income countries continue to evade, said a press release on Wednesday.

As we enter 2025, 54 countries are in debt crisis, forced to cut their spending on basic public services and climate action in order to pay external debts. Last year, lower income countries between them paid US$ 138 billion just to service their debts, sacrificing health, education, people’s rights and sustainable national development to satisfy their wealthy creditors.

Based on the most systematic studies, the climate debt that rich polluting countries are liable to pay low- and lower-middle income countries is US$ 107 trillion. This is more than 70 times greater than the total external debt of US$ 1.45 trillion that these countries collectively owe.

Key Findings on Bangladesh

  • Bangladesh’s total external/foreign debt stands at US$78.06 billion.
  • Wealthy nations owe Bangladesh US$5.8 trillion in climate debt, based on historic and projected atmospheric appropriation using low-range estimates (since 1992).
  • Using mid-range estimates (since 1960), Bangladesh is owed US$7.9 trillion in climate reparations.
  • In 2023, Bangladesh made debt repayments totalling US$4.77 billion to its creditors.
  • In 2024, 16.9% of the national revenue was spent on external debt repayments, while only 3.08% was allocated to health and 11.73% to education.

The report reveals that Bangladesh is being forced to divert resources away from essential public services—including health, education, and climate action—to service foreign debt, primarily owed to rich nations, private creditors, and global financial institutions. Meanwhile, wealthier nations have failed to honour their commitments to climate finance and reparations, with Bangladesh alone awaiting at least US$5.8 trillion in unpaid climate debt.

ActionAid Bangladesh Country Director Farah Kabir said the new report highlights the debt burden of low- and lower-middle-income countries versus the financial obligations of rich nations regarding climate damages, amends, and unmet commitments. She stressed that Bangladesh needs debt cancellation and freedom from colonial debt structures to address both the debt crisis and climate change. Kabir added that the Global South must secure debt cancellation and push for the establishment of a new UN Framework Convention on Debt this year.

She also emphasized the impact of the climate crisis, especially on women and girls: “We have seen time and again how women are at the forefront of the climate crisis. The failure by the rich polluting countries to pay their climate debt is standing in the way of mitigation and adaptation.”

    ধনী দেশগুলোর কাছে ৫.৮ ট্রিলিয়ন ডলার অর্থ পাওনা বাংলাদেশের : প্রতিবেদন

    ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৫:

    একশনএইড-এর সম্প্রতি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের বিদেশি ঋণের কঠিন সংকটের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ উন্নয়নের নামে প্রায় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত যেখানে ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর থেকে দেশের পাওনা ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।

    প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায়বিচারের ওপর জোর দেওয়া হয়েছে।   

    সম্প্রতি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে ‘হু ওজ হু’ নামের এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড ইন্টারন্যাশনাল।

    প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায়, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার। সমীক্ষায় আরও দেখা যায়, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে ১০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণী ধনী দেশগুলো। যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ ১.৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৭০ গুণ বেশি। সমীক্ষায় ৭০টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে।

    প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য-

    • বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার
    • ১৯৯২ সাল থেকে নিঃসরণ (২০১০ সালের মার্কিন ডলার সমতুল্যে) বিবেচনায়, ধনী দেশগুলির কাছ থেকে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের।
    • মধ্য পরিসরের অনুমান অনুযায়ী (১৯৬০ সাল থেকে) এর পরিমাণ ৭.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার
    • ২০২৩ সালে সবমিলে ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
    • ২০০৪ সালের তথ্য অনুযায়ী, জাতীয় রাজস্বের ১৬.৯ শতাংশ অর্থ গিয়েছে বিদেশি ঋণ পরিশোধের পেছনে যেখানে দেশের স্বাস্থ্যখাতে শুধু ৩.০৮ শতাংশ এবং শিক্ষাখাতে ব্যয় হয়েছে মাত্র ১১.৭৩ শতাংশ। 

    একশনএইড-এর প্রতিবেদনে বলা হয়েছে- ধনী দেশগুলি, বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবাসমূহ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।

    এদিকে, ধনী দেশগুলি জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।

    একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “নতুন প্রতিবেদনটিতে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর বিদেশি ঋণের ফাঁদের চিত্র ফুটে উঠেছে। ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।” ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেসিক ঋণ কাঠামো থেকে মুক্তির আহ্বান জানান তিনি। ফারাহ্ কবির যোগ করেন, ‘এই বছর ঋণ মওকুফে নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের জন্য চাপ দিতে হবে বৈশ্বিক দক্ষিণকে’।   

    জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে দেশের নারী ও মেয়েদের ওপর পড়ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বারবার দেখেছি কীভাবে নারী ও মেয়েরা জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছে। কিন্তু জলবায়ু দূষণকারী ধনী দেশগুলো জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রশমন ও অভিযোজনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”   

    কার্যকর পদক্ষেপের আহ্বান

    প্রতিবেদনে বিশ্ব নেতাদের কাছে আহ্বান-

    • ঋণ নিয়ে নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রতিষ্ঠায় প্রাধান্য দেওয়া
    • বৈদেশিক ঋণ প্রত্যাহারে সকলের ঐক্য প্রচেষ্টা ও দাবি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here