Home Business BRAC Bank expands global remittance network with six new international partners

BRAC Bank expands global remittance network with six new international partners

0

Dhaka February 19, 2025:

BRAC Bank has strengthened its international remittance network by partnering with six leading exchange houses in the UK, Canada, Italy, the UAE, Oman, and Qatar.

This strategic move enhances financial services for Bangladeshi wage earners abroad, ensuring secure and seamless money transfers.

With BRAC Bank’s trusted digital remittance channels, expatriates can now send money home more conveniently. Many new partners offer app-based, cashless transactions, enabling a fully digital experience. Migrants can transfer funds instantly to BRAC Bank accounts and access full-fledged internet banking through BRAC Bank’s digital banking app, Astha.

BRAC Bank’s continued expansion enhances connectivity for remittance beneficiaries with expatriates from all over the world, including the Middle East, Southeast Asia, the Far East, the USA, the UK, and Africa.

The bank’s expanding network ensures easy cash withdrawals at 189 branches, 74 sub-branches, and 1,114 Agent Banking outlets nationwide. Additionally, expatriates can email probashi@bracbank.com to open accounts, including Probashi, NFCD, FD, DPS, and NRB bond purchases.

With eKYC, foreign currency accounts can be opened effortlessly, and the “Probashi Poribar” account offers life insurance, fixed interest rates, and monthly payouts. Offshore banking services also provide competitive fixed deposit interest rates.

Selim R.F. Hussain, Managing Director & CEO of BRAC Bank, stated: “We are not just facilitating remittance; we are redefining the experience. Our partnerships make the process faster, easier, and more affordable.” He added, “Remittance is just the beginning. We provide a complete financial ecosystem—from savings to investments—helping migrants and their families achieve financial inclusion and contribute to national development.”

This expansion underscores BRAC Bank’s commitment to empowering expatriates and their families, ensuring financial security, and driving economic progress.

রেমিটেন্স প্রবাহ সহজতর করতে ছয়টি নতুন আন্তর্জাতিক পার্টনারের সাথে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫:

দেশে রেমিটেন্স প্রবাহ আরো সহজ করতে যুক্তরাজ্য, কানাডা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের ছয়টি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউজের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিটেন্স নেটওয়ার্ক আরো শক্তিশালী হয়েছে।

এই কৌশলগত উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিরা ব্র্যাক ব্যাংকের সাথে আরো উন্নত ও ঝামেলাহীন রেমিটেন্স সেবা উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা এখন আরো সহজে দেশে টাকা পাঠাতে পারছেন। ব্যাংকটির অনেক নতুন পার্টনার গ্রাহকদের অ্যাপ-ভিত্তিক ক্যাশলেস ট্রানজ্যাকশনের সুবিধা দিচ্ছে, যা সুবিধাভোগী গ্রাহকদের জন্য সার্বিক ডিজিটাল এক্সপিরিয়েন্স নিশ্চিত করছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারছেন।

ব্র্যাক ব্যাংকের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিটেন্স সুবিধাভোগীদের সংযোগ আরো উন্নত হচ্ছে।

দেশজুড়ে ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা সহজেই নগদ অর্থ উত্তোলন করতে পারছেন। এছাড়াও, প্রবাসীরা probashi@bracbank.com -এ ইমেইল পাঠিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রবাসী, এনএফসিডি, এফডি, ডিপিএস অ্যাকাউন্ট খোলাসহ এনআরবি বন্ড ক্রয়ের সুযোগ।

ইকেওয়াইসি সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারছেন। ব্যাংকটির ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের আওতায় জীবনবিমা, ফিক্সড ইন্টারেস্ট রেট এবং মাসিক পেআউট সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা। এছাড়াও, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিটেও আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দিচ্ছে ব্যাংকটি।

নতুন পার্টনারশিপ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমরা শুধু গ্রাহকদের রেমিটেন্স সেবাই দিচ্ছি না, বরং ব্যাংকিংয়ে তাঁদের এক নতুন অভিজ্ঞতাও দিচ্ছি। নতুন এক্সচেঞ্জ হাউজগুলোর সাথে আমাদের এই পার্টনারশিপের ফলে গ্রাহকদের জন্য রেমিটেন্স সেবা আরো সহজ, ঝামেলাহীন এবং সাশ্রয়ী হবে।”

তিনি আরও বলেন, “রেমিটেন্স সেবা কেবলমাত্র শুরু। আমরা গ্রাহকদের জন্য এমন এক সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করছি, যা তাঁদের সঞ্চয় থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত সকল আর্থিক বিষয়ে সহায়তা করবে। এর ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

উল্লেখ্য, প্রবাসী এবং তাঁদের পরিবারের আর্থিক ক্ষমতায়ন, নিরাপত্তা এবং অগ্রগতির প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক নিজেদের রেমিটেন্স নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here