Home Development The blood of the martyrs of the July Revolution will not go...

The blood of the martyrs of the July Revolution will not go in vain: Attorney General

0

Dhaka 21 February 2025:

All anti-fascist parties must remain united so that no evil force can sabotage the July Revolution.

The blood of the martyrs in the July Revolution cannot be allowed to go in vain. The commitment of the July Revolution must be protected through intellect and thought. At this juncture in the country, there is no alternative for people of all classes and professions, including students and the public, to remain united.

In the last 15 years, the fascist government has disappeared more than 700 people, and more than 4,500 people have been shot dead without trial. Innumerable students and the public had to give their lives in the July Revolution to bring down this fascist. So that no other force can stand in the way of democracy, human rights, and the rule of law, the fight against any kind of corruption, anti-democratic, and syndicate must continue.

Attorney General Advocate Md. Asaduzzam said these things while speaking as the chief guest at the closing and award ceremony of the Merit and Contemplation Festival-2025 at the Shailkupa Upazila Auditorium in Jhenaidah today. The special guests at the event were Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron, Shailkupa Upazila Executive Officer Snigdha Das, Assistant Commissioner Sirajus Salihin and Shailkupa Secondary Education Officer Sultan Ali. The event was presided over by Sadia Sultana, President of the Merit and Contemplation Forum.

Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron said that the gains achieved by the student masses in the mass revolution must be maintained. Even though the fascist government fell in the July Revolution, domestic and foreign conspiracies to destabilize the country continue.

If the youth are united, all conspiracies against the country will fail. The fallen Awami government had made all institutional structures including law, justice, elections, health, education, and administration ineffective by establishing a system of banditry. The previous Awami government made education coaching-oriented instead of lesson-oriented. It deprived students of the evaluation of merit by introducing the culture of auto-pass.

Education is now not lesson-oriented, but examination-oriented. Currently, there are four types of primary and secondary education in the country. Bengali medium, English medium, English version, and madrasa education. There are different types of madrasa education such as Alia Madrasa, Qawmi Madrasa, Cadet Madrasa. Instead of teaching in class, the previous government started teaching cooking by collecting money from students.

This was not only stupid, it was unfair. This led to various discussions, criticisms, and jokes. Various statistics show that the standard of education in Bangladesh is 123rd out of 138 countries. Our education system is the lowest in South Asia. The world

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল 

ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২৫:

কোন অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুন্ঠিত করতে না পারে সে জন্য ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র—জনতাসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।

গত ১৫ বছরে ৭০০ এর বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট সরকার, বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে। এই ফ্যাসিস্টের পতন ঘটাতে জুলাই বিপ্লবে জীবন দিতে হয়েছে অসংখ্য ছাত্র—জনতাকে। আর কোন শক্তি যেন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে সে জন্য যে কোন ধরণের দুর্নীতি, গণতন্ত্রবিরোধী, সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

আজ ঝিনাইদহ’র শৈলকুপা উপজেলা মিলনায়তনে মেধা ও মনন উৎসব—২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: আসাদুজ্জাম এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার সিরাজুস সালিহিন ও শৈলকুপা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানা।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে অর্জিত সুফল ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশকে অস্থিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। পতিত আওয়ামী সরকার ডাকাততন্ত্র কায়েমের মাধ্যমে আইন—বিচার, নির্বাচন, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনসহ সব প্রাতিষ্ঠানিক কাঠামো অকার্যকর করে দিয়েছিল। বিগত আওয়ামী সরকার শিক্ষাকে পাঠমুখী না করে কোচিং মুখী করেছে। অটোপাশের সংস্কৃতি চালু করে মেধার মুল্যায়ন থেকে বঞ্চিত করেছে শিক্ষার্থীদের।

শিক্ষা এখন পাঠমুখী নয়, পরীক্ষামুখী। বর্তমানে দেশে চার ধারার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিদ্যমান। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন এবং মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা আবার বিভিন্ন ধরণ রয়েছে যেমন আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। ক্লাসে পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে রান্না শেখানো শুরু করেছিল বিগত সরকার।

এটা শুধু বোকামিই ছিলনা, ছিল অন্যায়। যা নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা, সমালোচনা ও হাসি ঠাট্টা। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের শিক্ষার মান ১৩৮টি দেশের মধ্যে ১২৩ তম। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন আমাদের শিক্ষা ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here