Home Bangla News এক নজরে বাংলাদেশ

এক নজরে বাংলাদেশ

0

ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২৫: 

কলম্বোতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

কলম্বো (শ্রীলংকা), ২১ ফেব্রুয়ারি:

বাংলাদেশ হাইকমিশন আজ শ্রীলংকার রাজধানী কলম্বোর ঐতিহাসিক ইনডিপেন্ডেন্স স্কয়ারে শ্রীলংকার প্রধানমন্ত্রী ড. হরিনি অমরসুরিয়ার উপস্থিতিতে বহুভাষাভাষী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শ্রীলংকার পররাষ্ট্র ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী অরুণ হেমচন্দ্র, প্রধানমন্ত্রীর সচিব, পররাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, স্কুলের শত শত শিক্ষার্থী এবং স্কাউটসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রীলংকার স্বাধীনতা চত্বর বিভিন্ন ভাষাভাষীদের এক মিলনমেলায় পরিণত হয়। শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়, জাতিসংঘের স্থানীয় দপ্তর ও শ্রীলংকা স্কাউটস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস বর্ণাঢ্য এ আয়োজন করে। এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের প্রতিপাদ্য ছিল ‘ল্যাঙ্গুয়েজ ফর পিস অ্যান্ড হারমনি’।          

শ্রীলংকার প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ বিশ্বের সকল মাতৃভাষার প্রতি তাঁদের সংহতির প্রতীকস্বরুপ রং আর তুলির আঁচড়ে  স্ব স্ব মাতৃভাষায় ‘ভাষা’ শব্দটি চত্বরে রক্ষিত ক্যানভাসে  ফুটিয়ে তোলেন। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা এবং বাংলাদেশ হাইকমিশন ও শ্রীলংকার মুসলিম কোরাল এনসেম্বল সদস্যদের  সমবেত ভাবে গাওয়া অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়। 

দিবসটি উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস শ্রীলংকা জুড়ে কয়েক মাসব্যাপী স্কুল শিক্ষার্থীদের মাঝে ভিডিও তৈরি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আজকের অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতায় চুড়ান্তভাবে বিজয়ী পনেরো জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।      

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভিন্ন ভাষাভাষী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কলম্বোস্থ বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বিভিন্ন ভাষায় সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে।

শহিদ দিবসের কার্যক্রম বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে সূচনা হয়। পরে,  ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

বাংলা ব্যতীত বাকি ৪০টি ভাষার দিকেও মনোযোগ দিতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি):    

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলা ব্যতীত বাকি ৪০টি ভাষার দিকেও মনোযোগ দিয়ে শিশুদেরকে মাতৃভাষায় সাক্ষর করে গড়ে তুলতে হবে। প্রকৃতপক্ষে যদি মাতৃভাষায় সাক্ষর করে তোলা যায় তাহলে সামাজিক বৈষম্য নিরসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

উপদেষ্টা আজ  ঢাকায় মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সর্বক্ষেত্রে বাংলা ব্যবহারের অন্তরায় জাতীয় সংকল্পের অভাব। দেশ স্বাধীন হওয়ার পর আমরা ৫২’র ভাষা আন্দোলনের মূল চেতনা থেকে দূরে সরে গেছি। সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী হিসেবে বাংলা বাদে বাকি ৪০টি ভাষার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। এটাই ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র আন্দোলনের মূল স্পিরিট। প্রাথমিকে ৫ ভাষায় বই আছে, কিন্তু শিক্ষকের অভাবে আমরা এ বই কাজে লাগাতে পারছিনা। এই ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করা হবে, যাতে শিশুরা দেখে দেখে শিখতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) নুরজাহান খাতুন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) দেবব্রত চক্রবর্তী ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খান।

সাংবাদিক একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার শোক

ঢাকা, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি):    

পার্বত্য চট্টগ্রামের কালজয়ী সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, অর্ধ শতাব্দী যাবত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক একেএম মকছুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের গণমাধ্যমের এক কালজয়ী পুরুষ। তাঁর মৃত্যুতে পার্বত্যবাসী সংবাদ পিপাসুদের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিউলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিউল (দক্ষিণ কোরিয়া), ২১ ফেব্রুয়ারি:   

            দক্ষিণ কোরিয়ার সিউলে আজ বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

            একুশের প্রথম প্রহরে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ তারাজুল ইসলাম কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সিউলে আনসান শহরের মাল্টিকালচারাল পার্কে স্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

            দিবসটি উপলক্ষ্যে দূতাবাসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই মহান ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট : জাতীয় পর্যায়ের খেলা শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাকা, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি):

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলা আগামীকাল ঢাকায় মিরপুর ২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এ জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন করবেন। দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও  আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিবে। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্যায়, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। 

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত খোকনকে রাশিয়ায় পাঠানো হচ্ছে

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

          জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাশিয়ায় পাঠানো হচ্ছে। রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়েছে।

           গত ৫ আগস্ট আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তাঁর মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালুর এখন আর কোনো অস্তিত্ব নেই। খোকনের আঘাতের ধরন গুরুতর এবং মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় তাঁর চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। সেসব দেশের অপারগতার প্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর এ বিষয়ে দক্ষ রাশিয়ার হাসপাতালটি মুখ পূণর্গঠনের চিকিৎসায় সম্মত হয়েছে।

          এ প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডাক্তার মো: মাহমুদুল হাসানসহ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য সেদেশে প্রেরণ করা হচ্ছে। তাকে প্রাথমিকভাবে উক্ত হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে এবং থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মডেল তৈরি করা হবে। মডেল অনুযায়ী চেহারা পুনর্গঠনের জন্য মূল সার্জারি মার্চ মাসের ২০ তারিখ বা তার কাছাকাছি সময়ে শুরু হবে। 

          জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যাহত কর্মকাণ্ডের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮ জনকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জন চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। এছাড়া, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

          স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত ১৪ হাজারের অধিক ছাত্র-জনতাকে  বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ ৬ টি দেশ থেকে আগত বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ হাজারের অধিক আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থার মূল্যায়ন করেছেন। ক্ষেত্রবিশেষে তারা আন্দোলনে আহতদের সার্জারি করেছেন।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ব্যবসা বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা

নিউইয়র্ক, ২০ ফেব্রুয়ারি:

          নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে গতকাল ‘ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা: প্রেক্ষিত বদলে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জ কোং ইনকে্‌র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাব্য বিনিয়োগবান্ধব সংস্কারের ওপর একটি ওয়েবিনারে ভিডিও প্রদর্শন করা হয়। এসময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি’র (BIDA) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বক্তব্য দেন। 

          মোহাম্মদ মুসলিম চৌধুরী বাণিজ্য-বিনিয়োগসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে সকলকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত কল্পে সরকার ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি প্রবাসীদের বাংলাদেশে অধিক হারে বিনিয়োগের আহবান জানান। আর্থসামাজিক উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব বর্ণনা করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার ব্যাপারে একচেঞ্জ হাউসগুলোকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মুসলিম চৌধুরী। বর্তমান বিশ্ব বাস্তবতায় সব দেশের ন্যায় বাংলাদেশও অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা তুলে ধরেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে আলোকপাত করে সহজতর এবং বিনিয়োগ বান্ধব প্রক্রিয়া চালু করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান।

          এসময় সোনালী এক্সচেঞ্জের সিইও মহসিন কবির তাঁর বক্তব্যে প্রচলিত বিনিয়োগের পাশাপাশি স্টক ও বন্ডে বিনিয়োগের সুবিধাসমূহের ওপর প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেন। রেমিট্যান্সের ক্ষেত্রে সরকারি প্রণোদনার সুবিধা গ্রহণপূর্বক তিনি সকলকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।

          কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা বাংলাদেশকে ব্যবসা-বিনিয়োগের এক অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের ক্রম-বর্ধমান অর্থনীতি, দ্রুত বিকাশমান শিল্প ও সেবাখাত, পরিশ্রমী এবং মেধাবী তরুণ জনগোষ্ঠী, শ্রমের সহজলভ্যতা, দ্র্রুত-প্রসারমান প্রযুক্তি-সামর্থ্যসহ প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করে তিনি সবাইকে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধাসমূহ গ্রহণ করার আহবান জানান। অধিকতর ক্রয়-ক্ষমতা সম্পন্ন একটি উদীয়মান মধ্যবিত্ত জনগোষ্ঠীসহ বাংলাদেশকে তিনি একটি বড় সম্ভাবনাময় বাজার হিসেবেও চিত্রিত করেন।

            অনুষ্ঠানে সরকারি, বেসরকারি এক্সচেঞ্জ হা্উসের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ক্ষুদ্র খামারিদের রক্ষায় সচেষ্ট সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ক্ষুদ্র খামারিদের রক্ষায় সচেষ্ট সরকার। ক্ষুদ্র খামারিদের গুরুত্ব অনেক বেশি, কারণ এখানে তাদের জীবন-জীবিকা জড়িত। ফিডের দাম বেশি উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা সব পক্ষ একত্রিত হয়ে দাম কমানোর চেষ্টা করি।

          আজ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, মুরগি পালন আগাগোড়া কৃষকের বাড়িতেই  হতো। এ সেক্টর আরো বড় করতে হলে মহিলা খামারিদের সংখ্যা বাড়াতে হবে। তিনি আরো বলেন, পোল্ট্রিকে খারাপ কিছু খাওয়ানো হলে তা আবার খাদ্যের সাথে মিশে মানুষের পেটে যাচ্ছে। সেজন্যই অর্গানিক ফুড বিশ্বে নতুন চিন্তার দ্বার উন্মুক্ত করছে।

          ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

          ‘সাসটেনেবল পোলট্রি ফর এমার্জিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ২৭টি দেশের দুই শতাধিক কোম্পানির ৮২৫টি স্টল আছে। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিং-সহ পোলট্রি শিল্পসংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলবে এ মেলায়।

জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আলোচনা

ওসাকা, জাপান, (২০ ফেব্রুয়ারি):

          আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন  কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল ওসাকার শীর্ষস্থানীয় জাপানি ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি  করা। দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাপান সফর করছে। প্রতিনিধিদলে বিডার মহাপরিচালক, বিডার ব্যবসা উন্নয়ন প্রধান, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সিলের সদস্যবৃন্দ রয়েছেন।

          প্রতিনিধিদল ডাইকিন (উধরশরহ) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শোজি উএহারার সঙ্গেও বৈঠক করে। ডাইকিন বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগের  আগ্রহ প্রকাশ করে। এছাড়া বাংলাদেশের প্রতিনিধিদল ইতোচু কর্পোরেশনের অ্যাম্বাসাডর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসাহিরো ইমাইয়ের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন শিল্পে নতুন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

          এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদল ওসাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) চেয়ারম্যান  মোইশিমা হিরোমিতসুর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে জাপানের ইলেকট্রনিক্স, ধাতু, উৎপাদন, টেক্সটাইল ও আইটি শিল্পের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাঁরা পারস্পরিক ব্যাবসায়িক সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগ বিষয়ক আলোচনা করেন।

           বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরো বেশি জাপানি ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে  স্বাগত জানাতে প্রস্তুত।’ এই বৈঠকগুলো বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পথ সুগম করবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

          জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন ক্যাটেগরির শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম গৃহীত হয়েছে। সে লক্ষ্যে প্রথম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল নয়টা হতে সাড়ে ১০টা এবং বিকাল আড়াইটা হতে সাড়ে তিনটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ক্যাটেগরির পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

          সরকারি যানবাহন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শব্দদূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে : পরিবেশ সচিব

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধে করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাকে শব্দহীন রাখতে হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ সচিব এসব কথা বলেন। রাজধানীর সাতটি পয়েন্টে এই কর্মসূচি চলবে।

          পরিবেশ সচিব বলেন, এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

          এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

          এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here