Home Business BRAC Bank inaugurates relocated Elephant Road Branch in spacious premises  

BRAC Bank inaugurates relocated Elephant Road Branch in spacious premises  

0

Dhaka February 22, 2025:

BRAC Bank has relocated its Elephant Road Branch to spacious premises, which will provide customers with more convenience and superior amenities.

Selim R. F. Hussain, Managing Director & CEO, BRAC Bank, formally inaugurated the branch at Akram Serenity building at 323, Shahid Jahanara Imam Sarani Road (Old Elephant Road), near New Market in Dhaka on February 18, 2025.

Sheikh Mohammad Ashfaque, Deputy Managing Director and Head of Branch Distribution Network, attended the inauguration ceremony. A. K. M. Tareq, Senior Zonal Head for North, and senior branch distribution network officials were also present.

The place is one of Dhaka’s bustling commercial areas, with iconic landmarks such as Gawsia Market, Aeroplane Masjid, and Mollika Shopping Mall, as well as many lifestyle brand shops, restaurants, and urban establishments in close proximity. The new branch premises, featuring a spacious premium lounge, locker services, and ample parking, promise a refreshing and elevated banking experience.

BRAC Bank is one of Bangladesh’s most expansive banking networks with 265 branches & sub-branches, 330 ATMs, 446 SME Unit Offices, and 1,114 Agent Banking Outlets.

নতুন ও বিস্তৃত পরিসরে ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার উদ্বোধন    

ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫:

নতুন ও বৃহৎ পরিসরে সর্বাধুনিক সুবিধাসহ এলিফ্যান্ট রোডে স্থানান্তরিত শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।  

বিস্তৃত পরিসরে নতুন স্থানে শাখাটি গ্রাহকদের সর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট সেবা দিতে পারবে। এই শাখা স্থানান্তর আধুনিক অবকাঠামো ব্যবহার করে গ্রাহকসেবার মান উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ ব্র্যাক ব্যাংকের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ঢাকার নিউ মার্কেটের কাছে ৩২৩, শহীদ জাহানারা ইমাম সরণি রোড (পুরাতন এলিফ্যান্ট রোড)-এ আকরাম সেরেনিটি ভবনে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক-সহ এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড, নর্থ এ. কে. এম. তারেক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই স্থানটি ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা, যেখানে গাওসিয়া মার্কেট, এরোপ্লেন মসজিদ এবং মল্লিকা শপিং মলের মতো বিখ্যাত স্থান রয়েছে, পাশাপাশি অনেক লাইফস্টাইল ব্র্যান্ড শপ, রেস্তোরাঁসহ বিভিন্ন বিপনী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। নতুন শাখা প্রাঙ্গণে একটি উন্নত প্রিমিয়াম লাউঞ্জ, লকার সার্ভিস এবং প্রশস্ত পার্কিং সুবিধা রয়েছে, যা গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।

২৬৫টি শাখা ও উপ-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সম্পন্ন ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here