Home Environment Chattogram Resists LNG Agreement: Citizens Call for Renewable Energy Investments

Chattogram Resists LNG Agreement: Citizens Call for Renewable Energy Investments

0

Chattogram, February 22, 2025: 

A large gathering in Chattogram denounced the government’s recent LNG deal with Argent LLC. Organized by ISDE Bangladesh, CLEAN, and BWGED, the demonstration urged a transition away from fossil fuels.

Protesters highlighted how LNG-based energy dependence would increase electricity prices and financial instability.

They stressed that Bangladesh should prioritize investment in solar and wind power.

S M Nazer Hossain central Vice President and Executive Director ISDE Bangladesh stated, “We must break free from fossil fuel dependency.

This LNG deal will only benefit corporations while burdening our people with rising costs.”

The protest ended with demands for government accountability and a stronger commitment to renewable energy policies.

Joint Secretary of Chattogram Jila Samjik Uddokta Forum Md Janae Alam, Women activist Zannatul ferdous, Sayma Hoque, Social activist Abdul Alim, Ariful Islam, Secretary CAB Youth Group Chittagong University Khairul Islam, ISDE Bangladesh Programme officer Abu Hasan Azmi and others were attended by local leaders, students, and environmental activists who championed the cause of a greener Bangladesh.

চট্টগ্রামে এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৫:

চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ সমাবেশে সরকারের পরিবেশ ও জলবায়ুর ক্ষতিকারক আর্জেন্ট এলএলসি-এর সঙ্গে করা সাম্প্রতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ(ISDE Bangladesh), ক্লিন(CLEAN) এবং বিডব্লিউজিইডি( BWGED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই শক্তিতে রূপান্তরের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দেশের জ্বালানী নিরাপত্তা এমনিতেই বৈদশিক ও এলএনজি-নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বিদ্যুতসহ সব ধরনের জ্বালানীর দাম বৃদ্ধি পাবে এবং যার চুড়ান্ত পরিনতি জনজীবনে অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। বক্তারা বাংলাদেশে সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ অগ্রাধিকার দেবার জোর দাবি জানান।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে।

এই এলএনজি চুক্তি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করবে, অথচ সাধারণ জনগণকে মূল্যবৃদ্ধির বোঝা বইতে হবে।” বিক্ষোভ শেষে, অংশগ্রহণকারীরা সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির প্রতি আরও দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব চকবাজার থানা সভাপতি আবদুল আলীম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সুফিয়া কামাল ফেলো ও নারী নেত্রী সায়মা হক, বিশিত নারী নেটওয়ার্কের সাধারন সম্পাদক জান্নতুল ফেরদৌস,  এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মোহা্ম্মদ ফোরকান,  যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।

সাইকা আফসার, এসোসিয়েট মেম্বার, ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রোজাইন রাফি, সাংগঠনিক সম্পাদক, ক্যাব যুব গ্রুপ চবি, ইয়ুথ পিপলস অব বাংলাদেশ এর সমন্বয়ক সিরাতুল মুনতাহা, আইএসডিই বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী আবু হাসান আজমী আজমী, আইএসডিই কমিউনিটি সার্পোট অফিসার মোঃ রাইসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন, যারা বাংলাদেশে জ্বালানীর নিরাপত্তা ও একটি সবুজ ভবিষ্যতের জন্য তাদের অব্যাহত সমর্থন জানিয়ে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here