Home Business Banglalink’s Orange Club members to enjoy special discounts from RISE

Banglalink’s Orange Club members to enjoy special discounts from RISE

0

Dhaka, 26 February 2025:

Country’s innovative digital operator Banglalink has recently signed an agreement with RISE, a modern lifestyle clothing brand, to offer special discounts to its Orange Club members.

Under this agreement, Orange Club members will get a special 20% discount in celebration of Banglalink’s 20-year milestone for a limited time. Apart from that, an exclusive 12% discount at all RISE outlets will be available for Orange Club members regularly. This represents Banglalink’s commitment to adding value to its loyal customers’ lifestyle needs. 

The agreement signing ceremony was held at RISE Corporate Office in Tejgaon recently. From Banglalink, Loyalty Program Senior Manager Zain Zaman, and Loyalty Partnership Manager Shahadat H Mazumder were present at the event. From RISE, its CEO & MD Faheem Mosharraf, and Retail Operation Manager Md. Arefin Hoque, attended the event.

Mehedi Al Amin, Marketing Operations Director, Banglalink, said, “Banglalink’s Orange Club loyalty program is designed to enhance the lifestyle of our valued customers. Through this partnership with RISE, we are thrilled to offer exclusive discounts to our members and adding value to their shopping experience. This collaboration with a leading fashion brand aligns with our ongoing efforts to reward our loyal customers and provide them with unique benefits that reflect their trust in Banglalink.”

Faheem Mosharraf, CEO & MD of RISE, shared, “RISE is a fashion-forward retailer that blends local culture with global trends, creating a unique spin on fashion and pioneering streetwear in Bangladesh. Partnering with Banglalink Orange Club presents a great opportunity for RISE to connect with Bangladeshi fashion-loving youth.”  

ফ্যাশন ব্র্যান্ড রাইজে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাব মেম্বাররা

ঢাকা ২৬ ফেব্রুয়ারি ২০২৫:

মডার্ন লাইফস্টাইল ক্লোদিং ব্র্যান্ড রাইজ -এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

এ চুক্তির ফলে,বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের মেম্বাররা রাইজে কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করবেন।  

বাংলালিংকের ২০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে অরেঞ্জ ক্লাবের সদস্যরা নির্দিষ্ট সময়ের জন্য রাইজে ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন। এছাড়াও, রাইজ -এর সব আউটলেটে অরেঞ্জ ক্লাবের মেম্বাররা অন্য সময় ১২ শতাংশ এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন। এ অফার গ্রাহকদের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে বাংলালিংকের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সম্প্রতি, তেজগাঁওয়ে রাইজ -এর করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। রাইজ -এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মোশাররফ এবং ব্র্যান্ডটির রিটেইল অপারেশন ম্যানেজার মো. আরেফিন হক।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “আমাদের গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করার প্রয়াস নিয়ে কাজ করে অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রাম। রাইজের সাথে এ অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিশেষ ডিসকাউন্টের সুযোগ করে দেয়ার মাধ্যমে তাদের শপিং -এর অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে এ অংশীদারিত্ব আমাদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য আরও বিশেষ সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।” 

রাইজ-এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মোশাররফ বলেন, “ফ্যাশন-ফরোয়ার্ড রিটেইলার হিসেবে দেশীয় সংস্কৃতি ও বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে ক্রেতাদের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করেছে রাইজ। বাংলাদেশে স্ট্রিটওয়্যার ফ্যাশনের অগ্রণী ব্র্যান্ড হিসেবে রাইজ ভূমিকা রেখে চলেছে। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমাদের জন্য দেশের ফ্যাশনপ্রেমী তরুণদের আরও কাছে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here