Home Business DMA 2024: Mindshare Bangladesh Steals the Spotlight Once More

DMA 2024: Mindshare Bangladesh Steals the Spotlight Once More

0

Dhaka 26 February 2025: 

Asiatic Mindshare Limited once again reaffirmed its strength and mastery in the digital space, securing 10 prestigious awards— 3 Silver and 7 Bronze, for groundbreaking campaigns that pushed the boundaries of digital storytelling at the 8th edition of DMA.

This remarkable recognition stands as a testament to a year of relentless dedication, creativity and strategic brilliance. Mindshare Bangladesh extends its deepest gratitude to its valued clients, whose trust and collaboration continue to fuel this success.

Digital Marketing Award, the premier platform celebrating excellence in digital marketing and communications, recently concluded with a spectacular showcase of innovation and creativity at the Digital Marketing Award 2024.

The awards were presented at InterContinental Dhaka on 22 February 2025, marking the grand finale of the Digital Summit organized by Bangladesh Brand Forum. Centered around the theme ‘Digital Renaissance: Innovating for Tomorrow’s Consumer’, the summit brought together leading marketing experts to discuss the evolving digital landscape and the future of consumer engagement.  

Since its inception in 2017, the Digital Marketing Award has been a benchmark for recognizing the best and most impactful digital campaigns in Bangladesh. This year, Mindshare’s remarkable achievements further solidify its commitment to driving innovation and excellence in the digital marketing industry.  

আরো একবার মাইন্ডশেয়ার বাংলাদেশ পেলো সর্বোচ্চ সংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

ঢাকা ২৬ ফেব্রুয়ারি ২০২৫:

আবারও ডিজিটাল স্পেইসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের ৮ম আসরে মোট ১০টি পুরস্কার— ৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।


এই অসাধারণ অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষতার উজ্জ্বল প্রমাণ। মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবেকৃতজ্ঞ, যাদের আস্থা ও সহযোগিতাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।


ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে।
২২ ফেব্রুয়ারি ২০২৫-এ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে এই পুরস্কার প্রদান করা হয়, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়।


‘ডিজিটাল রেনেসাঁ: আগামীর ভোক্তাদের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা ডিজিটাল ল্যান্ডস্কেপের বিবর্তন ও ভবিষ্যতের ভোক্তাসম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।


২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই বছর মাইন্ডশেয়ার-এরঅসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here