Dhaka 28 February 2025:
The fallen Awami League government has always adopted the strategy of consolidating power by creating a culture of fear through the politics of murder.
In 2013, the government tried to prove its opposition to militancy to the international community by cracking down on Hefazat. One of the strategies of the fallen government was to carry out disappearances and murders in order to suppress dissent by labeling it as militancy and fundamentalism.
2013 was a festival of disappearances and murders by the Awami League to ensure the smooth conduct of the 2014 elections. Covering the Hefazat rally and murders at Shapla Chattar was a terrifying experience in my journalistic career. Many bullet-riddled bodies were found that night in Barakah, Islami Hospital and Siddhirganj hospitals, but the government did not admit it. We are still not able to know the exact number of people who died in the Hefazat rally.
In this regard, along with the government, Hefazat-e-Islam itself can also investigate the actual injured and killed. Mohammad Shafiqul Alam, the press secretary of the chief advisor, said these things while speaking as the chief guest at the shadow parliament organized on the killings at the Hefazat-e-Islam mass gathering at Shapla Chattar in the capital today.
Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron presided over the event.
In his speech as the chairman, Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron said that the killings that took place during the joint forces’ operation at the Hefazat-e-Islam mass gathering at Shapla Chattar in Motijheel on the night of May 5 is a shameful chapter in the history of Bangladesh. Justice for this barbaric massacre of sleeping worshippers is now the demand of the hour. Before the operation of BGB, RAB and police at around 3 am on May 5, the power lines in the area around the gathering place were disconnected.
The joint forces opened fire in the darkness and within 20 minutes captured the Hefazat-e-Islam rally site, Shapla Chattar. Diganta and Islamic TV were also shut down for continuing to broadcast news of this barbaric attack.
After the joint forces’ operation at the Hefazat rally, many people wearing white Punjabis were seen lying in a bloody state around Shapla Chattar. Information about the bodies being taken away in various places in the garbage trucks of the City Corporation has been published in various media. It was also heard that fire brigade members were cleaning the blood that had accumulated on the road with water. It is alleged that many bodies of Hefazat comrades were buried in the Jurain graveyard on the morning of May 7 and 8. Which were carried out as unidentified bodies of Rana Plaza in Savar.
The families of the children, teenagers and Ulama-e-Kerams of the madrasa who were killed in Shapla Chattar were forced to bury the bodies of the deceased in secret due to fear of the RAB police. The situation was such that countless cases were filed against those whose family members were killed in Shapla Chattar. The family members of the martyrs were terrified of arrest.
At the Hefazat-e-Islam rally in Shapla Chattar, Debate for Democracy made 5-point recommendations demanding assistance to the victims of the killings and the prosecution of the criminals. 1) To form an investigation commission as soon as possible to uncover the true facts of the brutal killings in the Hefazat-e-Islam rally. 2) Bringing to justice those involved in the Shapla Chattar massacre, including those who ordered it, by publishing the names 3) Publishing the list of names of those killed and injured in Shapla Chattar during the previous Awami government 4) Preparing a list of those killed and injured in Shapla Chattar through the District Administrators, including publishing a notice in the media 5) Providing appropriate financial compensation to the families of the killed and injured In the shadow parliament organized by Debate for Democracy titled “The Awami government committed the Shapla Chattar massacre out of fear of losing power”, the debaters of Tanzimul Ummah Alim Madrasa won by defeating the debaters of Ta’mirul Millat Kamil Madrasa.
The judges of the competition were Professor Abu Muhammad Rais, Dr. SM Morshed, Advocate Md. Shafiqul Islam Shafiq, journalist Moniruzzaman Mission and journalist Saidur Rahman. At the end of the competition, the participating teams were awarded trophies, crests and certificates.

শাপলা চত্বর হত্যাকান্ডে কতজনের মৃত্যু হয়েছে তা এখনো অজানা : শফিকুল আলম
ঢাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৫ :
পতিত আওয়ামী সরকার বরাবরই হত্যার রাজনীতির মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল অবলম্বন করেছিল।
২০১৩ সালে হেফাজতের ওপর ক্র্যাকডাউন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার নিজেদের জঙ্গিবাদ বিরোধী প্রমাণের চেষ্টা করেছে। জঙ্গিবাদ ও মৌলবাদী তকমা দিয়ে ভিন্নমত দমনের লক্ষ্যে গুম ও খুন করাই ছিল পতিত সরকারের অন্যতম কৌশল। ২০১৪ সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য ২০১৩ সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও হত্যাকান্ডের ঘটনা কাভার করা ছিল আমার সাংবাদিকতা জীবনে এক ভয়ংকর অভিজ্ঞতা। সেই রাতে বারাকাহ, ইসলামী হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ অনেকের লাশ পাওয়া গেলেও সরকার তা স্বীকার করেনি। হেফাজতের সমাবেশে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি।
এ বিষয়ে সরকারের পাশাপাশি হেফাজতে ইসলাম নিজেরাও প্রকৃত আহত ও নিহতের তথ্য অনুসন্ধান করতে পারে। আজ রাজধানীতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে হত্যাকান্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে গভীর রাতে হেফাজতে ইসলামের গণসমাবেশে যৌথবাহিনীর অভিযানে যে হত্যাকান্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ঘুমন্ত মুসল্লিদের উপর এই বর্বর গণহত্যার বিচার এখন সময়ের দাবি। ৫ মে রাত ৩ টার দিকে বিজিবি, র্যাব ও পুলিশের অভিযানের পূর্বে সমাবেশস্থলের আশপাশের এলাকায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়।
ঘুট ঘুটে অন্ধকারে যৌথবাহিনী মুহুর্মুহু গুলি চালিয়ে ২০ মিনিটের মধ্যেই দখল করে নেয় হেফাজতে ইসলামের সমাবেশ স্থল শাপলা চত্বর। এই বর্বরোচিত হামলার সংবাদ প্রচার অব্যাহত রাখায় দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়।
হেফাজতের সমাবেশে যৌথবাহিনীর অপারেশনের পর শাপলা চত্বরের আশেপাশে সাদা পাঞ্জাবি পরা বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পড়ে থাকা লাশ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়িতে করে বিভিন্ন স্থানে গুম করার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা পানি দিয়ে রাস্তায় জমে থাকা রক্ত পরিস্কার করার কথাও শোনা গিয়েছিল। ৭ ও ৮ মে ভোরে জুরাইন কবরস্থানে হেফাজত কমীর্দের বহু মৃতদেহ দাফন করা হয় বলে অভিযোগ রয়েছে। যা সাভারের রানা প্লাজার অজ্ঞাত লাশ হিসেবে চালিয়ে দেয়া হয়েছিল।
মাদরাসার যেসব শিশু কিশোর ও ওলামায়ে কেরামরা শাপলা চত্বরে হত্যার শিকার হন তাদের পরিবার র্যাব পুলিশের ভয়ে গোপনে নিহতদের লাশ দাফন কাফন করতে বাধ্য হয়। পরিস্থিতি এমন হয়েছিল যাদের পরিবারের সদস্যরা শাপলা চত্বরে হত্যার শিকার হয়েছিল তাদের বিরুদ্ধেও অগণিত মামলা করা হয়েছিল। গ্রেফতারের ভয়ে পলিয়ে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও অপরাধীদের বিচারের দাবিতে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ৫ দফা সুপারিশ করা হয় ১) হেফাজতের সমাবেশে নির্মর্ম হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। ২) শাপলা চত্বরের হত্যাকান্ডে নির্দেশদাতাসহ জড়িতদের নাম প্রকাশের মাধ্যমে বিচারের মুখোমুখি করা ৩) বিগত আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরের নিহত ও আহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা ৪) গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশসহ জেলা প্রশাসকদের মাধ্যমে শাপলা চত্বরে নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করা ৫) নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে” শীর্ষক ছায়া সংসদে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বিতার্কিকদের পরাজিত করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বিতার্কিকরা বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, এডভোকেট মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মনিরুজ্জামান মিশন ও সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।