Dhaka 28 February 2025:
BRAC Bank has entered into a partnership with Ibn Sina Trust to offer exclusive Executive Health packages to its Premium Banking and SME Borenno customers.
This collaboration allows customers to enjoy a complimentary health check-up package at any Ibn Sina branch, underscoring the bank’s commitment to prioritising the health and well-being of its valued clientele.
The agreement was formalised in a signing ceremony at BRAC Bank’s Head Office on 12th February, with key representatives present, including Alomgir Hossain, Head of Small Business, Central SME Banking Division, Mohammad Jakirul Islam, Head of SME Strategy, Innovation and New Business, Armeen Ahmed, Head of Premium Banking Proposition, Syed Maheen Jubayed, Head of Premium Banking Business Acquisition, along with Hadiul Karim Khan, In Charge of Corporate Wing Business Development, and Sohel Rana, Regional In Charge of Business Development from The Ibn Sina Trust.
This initiative reinforces BRAC Bank’s commitment to enhancing the banking experience by providing value-added services that go beyond traditional banking and focus on the holistic well-being of its customers.

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ও এসএমই বরেণ্য গ্রাহকদেরকে এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ দেবে ইবনে সিনা ট্রাস্ট
ঢাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৫:
প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ অফার করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকরা ইবনে সিনা’র যেকোনো শাখায় বিনামূল্যে একটি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজ নিতে পারবেন। গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি ব্র্যাক ব্যাংকের একটি বিশেষ উদ্যোগ।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস, আলমগীর হোসেন; হেড অব এসএমই স্ট্র্যাটেজি, মোহাম্মদ জাকিরুল ইসলাম; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন, আরমিন আহমেদ; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুজিশন, সৈয়দ মাহিন জুবায়েদ। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাদিউল করিম খান, ইন চার্জ অব কর্পোরেট উইং বিজনেস ডেভেলপমেন্ট এবং সোহেল রানা, রিজিওনাল ইন চার্জ অব বিজনেস ডেভেলপমেন্ট।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক শুধু আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের সামগ্রিক সুস্থতা ও কল্যাণের দিকেও গুরুত্ব দেয়। ব্যাংকিং সম্পর্কের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্যসেবার সুবিধা যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।