Home Business BRAC Bank and Petrochem partner to provide financial solutions to marginal farmers

BRAC Bank and Petrochem partner to provide financial solutions to marginal farmers

0


Dhaka March 5, 2025:

BRAC Bank has partnered with Petrochem Bangladesh Limited, a leading agrochemical company, to provide agricultural financing solutions to marginal farmers across the country.


This collaboration will empower small-scale farmers with tailored financial solutions, leveraging digital innovation and BRAC Bank’s cutting-edge technology to drive financial inclusion in agriculture.


By offering digital micro-loans through its expansive SME banking network and onboarding Petrochem’s input retailers, the initiative will ensure seamless access to financial services that enhance farming and business operations.


The partnership was formalised at BRAC Bank’s head office in Dhaka, where Syed Abdul Momen, Deputy Managing Director and Head of SME Banking at BRAC Bank, and Partha Sharathi Roy, Executive Director of Petrochem, signed the agreement in the presence of senior officials from both organisations.


Syed Abdul Momen emphasised the importance of financial inclusion for small-scale farmers, stating, “Our aim is to empower these farmers by equipping them with the necessary tools for success. By integrating our banking solutions with the agricultural expertise of Petrochem, we are fostering a more robust and resilient ecosystem for the SMEs in this essential sector.”


Shakhawat Hossain, Deputy General Manager of Petrochem; Ashim Kumar Saha, Assistant General Manager of Petrochem; Mohammed Jakirul Islam, Head of SME Strategy, Innovation & New Business at BRAC Bank; and Tapos Kumar Roy, Head of MFI & Agriculture Finance at BRAC Bank attended the ceremony.

They highlighted the initiative’s transformative potential in improving farmers’ socio-economic conditions.


By merging BRAC Bank’s financial expertise with Petrochem’s industry knowledge, the partnership aims to boost productivity, improve resource accessibility, and strengthen Bangladesh’s agricultural landscape—ensuring marginal farmers receive the support they need to thrive.

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

ঢাকা ৫ মার্চ ২০২৫:

দেশের প্রান্তিক কৃষকদের বহুমুখী আর্থিক সেবা দিতে দেশের শীর্ষস্থানীয় অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।


এই যৌথ উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন রকম আর্থিক সেবা নিশ্চিত করা হবে, যা কৃষিতে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে ভূমিকা রাখবে।


ব্র্যাক ব্যাংকের বিস্তৃত এসএমই ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে এবং পেট্রোকেমের ইনপুট রিটেইলারদের সহযোগিতায় কৃষকরা ডিজিটাল ক্ষুদ্রঋণ নিতে পারবেন। ফলে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ অর্থায়ন সুবিধা নিশ্চিত হবে, যা কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ের উন্নয়নে অবদান রাখবে।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং পেট্রোকেমের এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ সারথি রায় এই চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টির ওপর জোর দিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমাদের লক্ষ্য হলো, কৃষকদের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করে সাফল্যে অর্জনে ভূমিকা রাখা।

আমাদের ব্যাংকিং সেবা এবং পেট্রোকেমের কৃষি-দক্ষতার সমন্বয়ে আমরা কৃষকদের জন্য ফলপ্রসূ কিছু করতে চাই। আমরা বাংলাদেশের কৃষিখাতের এসএমই উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ও টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে চাই।”


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোকেমের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অসীম কুমার সাহা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হেড অব এমএফআই অ্যান্ড অ্যাগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়। তাঁরা বাংলাদেশের প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এই উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।


আর্থিক খাতে ব্র্যাক ব্যাংকের দক্ষতা এবং কৃষিখাতে পেট্রোকেমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সর্বোপরি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অবদান রাখা এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here