Dhaka March 6, 2025:
BRAC Bank’s Branch Network achieved a net deposit growth of Tk 2,000 crore in February 2025.
The bank’s Branch Distribution Network has acquired the remarkable capability of consistently growing deposit volumes robustly.
The bank organised a ceremony to celebrate this achievement at the bank on March 4, 2025. Sheikh Mohammad Ashfaque, Deputy Managing Director & Head of Branch Distribution Network, joined the leaders of Branch Network in celebrating the deposit milestone.
A. K. M. Tareq, Senior Zonal Head for North, and Taher Hasan Al Mamun, Senior Zonal Head for South, along with Regional Heads, Cluster Heads, and Branch Managers from across the network, attended the event.
Sheikh Mohammad Ashfaque, Deputy Managing Director & Head of Branch Distribution Network, commented on the deposit growth, “Strong customer engagement and relationships have been at the heart of our success in mobilising customer deposits. Continuous efforts to expand our branch network and provide cutting-edge digital banking solutions have driven this growth. We are confident this momentum will propel us towards greater success in 2025 and beyond.”

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ফেব্রুয়ারি মাসে ২,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে
ঢাকা ৬ মার্চ ২০২৫:
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ২,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে।
ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ধারাবাহিকতা বজায় রেখে ডিপোজিট গ্রোথ অর্জন করার সক্ষমতা অর্জন করেছে।
এমন অর্জন উদ্যাপনের লক্ষ্যে ৪ মার্চ ২০২৫ ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড – নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড – সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।
ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক বলেন, “গ্রাহক আমানতে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্ত্বিত করেছে। আমরা আশাবাদী, ডিপোজিটের এই অনন্য মাইলফলক ২০২৫ ও পরবর্তী সালগুলোতে আরও বড় ধরনের সাফল্য অর্জনে সাহায্য করবে।”