Home Environment Re-evaluation of Energy Master Plan (IEPMP) is essential to reduce air pollution...

Re-evaluation of Energy Master Plan (IEPMP) is essential to reduce air pollution : experts

0

Re-evaluation of Energy Master Plan (IEPMP) is essential to reduce air pollution and carbon emissions – Experts at Policy Dialogue

Dhaka March 6, 2025:

An online policy dialogue titled “Role of Integrated Energy and Power Master Plan (IEPMP) to reduce carbon emissions and ensure clean air” was held jointly by the Center for Atmospheric Pollution Studies (CAPS), Center for Participatory Research and Development (CPRD), and Just Energy Transition Network Bangladesh (JETNET-BD).

Dhaka North City Corporation Administrator Mohammad Ejaz was the chief guest at the policy dialogue today.

The policy dialogue, chaired and moderated by Md. Shamsuddoha, CEO of the Center for Participatory Research and Development (CPRD), was attended by Dr. S. M. Manjurul Hannan Khan, Executive Director of Nature Conservation Management, and Dharitree Kumar Sarkar, Deputy Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, as special guests. Dr. Khandaker Golam Moazzem, Chief Analyst, Bangladesh Energy Institute for Energy Economics and Financial Analysis (IEFA) Shafiqul Alam, Manager, Just Energy Transition, ActionAid Md. Abul Kalam Azad, Assistant Director, Center for Climate Change and Environmental Research (C3ER), BRAC University Roufa Khanam, Professor, Department of Environmental Science and Management, North South University Dr. Md. Zakaria, Lecturer, Department of Environmental Science, Stamford University Bangladesh Md. Nasir Ahmed Patwary, Secretary, Center for Law and Policy Affairs Syed Mahbubul Alam Tahin, Supreme Court Advocate Adv. Rasheduzzaman Majumder, YouthNet Global CEO Sohanur Rahman and CAPS Principal Researcher (Pollution and Climate Change) Marziat Rahman

The keynote address at the Policy Dialogue was delivered by CAPS Chairman Professor Dr. Ahmed Kamruzzaman Majumder, who said in his keynote speech that Bangladesh’s Integrated Energy and Power Master Plan (IEPMP) lacks specific guidance on emission standards and energy transition. If we focus only on generation capacity, do not have strong pollution control measures, or leave pollution control absent from our beautiful master plan, it will have a negative impact on Bangladesh’s environment and economy in the long run. Therefore, it is necessary to clearly include the issue of pollution reduction practices, strict emission regulations and clean energy transition in the IEPMP.

Speaking as the chief guest at the policy dialogue, Dhaka North City Corporation Administrator Mohammad Ejaz said that the use of renewable energy is essential to ensure clean air and reduce carbon emissions and we should reduce our dependence on fossil fuels. He also said that renewable energy is essential to establish a just city; in this case, the policy can be re-evaluated if necessary.

Speaking as the special guest at the dialogue, Dharitri Kumar Sarkar, Deputy Secretary of the Ministry of Environment, Forest and Climate Change, said that multiple policies have been formulated in our country on energy at different times. These policies are largely inconsistent. We need to formulate an effective policy in a coordinated manner.

Speaking as the special guest, Dr. S. M. Manjurul Hannan Khan, Executive Director of Nature Conservation Management, said that energy policies should be formulated on the basis of scientific research and re-evaluated from time to time.

Md. Abul Kalam Azad of Action Aid Bangladesh said, “Our energy demand will continue to increase day by day. Our country has no energy security, so we need to move quickly towards using renewable energy. We need to be enthusiastic about using renewable energy and move away from using fossil fuels. We need to follow a combined approach to prevent power crisis.”

Dr. Khandaker Golam Moazzem, Research Director of the Center for Policy Dialogue (CPD), said, “We need to get rid of dependence on foreign donors and consultants in policy formulation. No foreign resources can be used to implement laws. It is important to form a joint commission for policy formulation in Bangladesh.”
Syed Mahbubul Alam Tahin, Secretary of the Center for Law and Policy Affairs, said, “We should form a renewable energy commission. It is important to consult with the people and experts. We need to stop wasting excess energy.”

Roufa Khanam, Assistant Director of C3ER, said, “Research-based discussions on carbon emissions are essential in our country. We need to come together with policymakers to re-evaluate the IEPMP for more effective inclusion of emission standards and energy transition issues.”

Sohanur Rahman, Chief Executive Coordinator of YouthNet Global, said, “By increasing the carbon emission limit of thermal power plants, pollution has been legitimized, which is dangerous for the environment and human life. The Integrated Power and Energy Master Plan (IEPMP) is hindering the development of renewable energy by emphasizing unproven and expensive technologies. The integrated plan is also not consistent with the national climate targets. The new Nationally Determined Contribution (NDC) for climate change mitigation isIt is important to stop financing fossil fuels and increase investment in renewable energy by coordinating with the government.

In his speech, CPRD Chief Executive Md. Shamsuddoha said that Bangladesh must move quickly towards renewable energy. In this regard, strengthening the IEPMP, including specific policies for pollution control and energy conversion, and increasing investment in the renewable energy sector (solar, wind and hydropower projects) can be effective steps.

Also participating in the policy dialogue were representatives of various environmental organizations, Center for Participatory Research and Development (CPRD), Just Energy Transition Network Bangladesh (JETNET-BD), representatives of the Center for Atmospheric Pollution Studies (CAPS), and students from various universities.

বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ হ্রাসে জ্বালানি মহাপরিকল্পনা (IEPMP) এর পুনর্মূল্যায়ন অপরিহার্য – পলিসি ডায়লগে বিশেষজ্ঞরা

ঢাকা মার্চ ৬ ২০২৫:

বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস), সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এর যৌথ আয়োজনে “কার্বন নিঃসরণ হ্রাস এবং নির্মল বায়ু নিশ্চিতের জন্য সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার (IEPMP) ভূমিকা” শীর্ষক একটি অনলাইন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

আজ পলিসি ডায়ালগে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। 

সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এর প্রধান নির্বাহী মোঃ শামসুদ্দোহা এর সভাপতিত্ব এবং সঞ্চালনায় পলিসি ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মনজুরুল হান্নান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়- এর উপসচিব ধরিত্রী কুমার সরকার। উক্ত পলিসি ডায়ালগে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ এনার্জি ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) এর প্রধান বিশ্লেষক শফিকুল আলম, অ্যাকশন এইড এর ম্যানেজার– জাস্ট এনার্জি ট্রানজিশন মোঃ আবুল কালাম আজাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর)-এর সহকারী পরিচালক রৌফা খানম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. জাকারিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: নাছির আহম্মেদ পাটোয়ারী, সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম তাহিন, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. রাশেদুজ্জামান মজুমদার, ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এবং ক্যপসের প্রধান গবেষক (দূষণ ও জলবায়ু পরিবর্তন) এর মারজিয়াত রহমান 

পলিসি ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, তিনি তার মূল বক্তব্যে বলেন, বাংলাদেশের সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (IEPMP) তে নিঃসরণ মানমাত্রা এবং এনার্জি ট্রান্সজিশন এর সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুপস্থিত রয়েছে। আমরা যদি শুধুমাত্র উৎপাদন ক্ষমতার দিকে মনোযোগী হই, দূষণ নিয়ন্ত্রণের শক্তিশালী ব্যবস্থা না করি কিংবা আমাদের সুন্দর একটি মাস্টার প্ল্যানে দূষণ নিয়ন্ত্রণ অনুপস্থিত রাখি, সেক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই, IEPMP-তে দূষণ হ্রাসের অনুশীলন সমন্বয়, কঠোর নিঃসরণ বিধিমালা এবং ক্লিন এনার্জি ট্রান্সজিশন এর বিষয়টি স্পষ্ট অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নির্মল বায়ু নিশ্চিত এবং কার্বন নিঃসরণ হ্রাসকরণের জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য এবং আমাদের উচিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনা। তিনি আরও বলেন, ন্যায্য নগর প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানি অপরিহার্য; এক্ষেত্রে প্রয়োজনে পলিসি পুনর্মূল্যায়ন করা যেতে পারে।

উক্ত ডায়ালগে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়- এর উপসচিব ধরিত্রী কুমার সরকার বলেন, আমাদের দেশে জ্বালানি নিয়ে বিভিন্ন সময় একাধিক পলিসি প্রনয়ন করা হয়েছে। এই পলিসি গুলোর মধ্যে অনেকাংশে সামঞ্জস্য থাকে না। আমাদেরকে সমন্বিতভাবে একটি কার্যকরী পলিসি প্রণয়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নেচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মনজুরুল হান্নান খান বলেন, বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে জ্বালানি নীতি প্রনয়ন এবং সময়ে সময়ে পুনর্মূল্যায়নে কাজ করতে হবে। 

অ্যাকশন এইড বাংলাদেশের মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের জ্বালানির চাহিদা দিনকে দিন বাড়তেই থাকবে। আমাদের দেশে শক্তির কোনো নিরাপত্তা নাই তাই আমাদেরকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে অগ্রসর হতে হবে। আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহী হতে হবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে হবে। বিদ্যুৎ সংকট রোধ করতে সম্মিলিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নীতি প্রনয়নে বিদেশি দাতা ও পরামর্শক নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। আইন বাস্তবায়নে কোনো বৈদেশিক সম্পদ ব্যবহার করা যাবে না। বাংলাদেশের নীতি প্রনয়নের জন্য একটি যৌথ কমিশন গঠন করা জরুরী।
সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, আমাদের একটি নবায়নযোগ্য জ্বালানি কমিশন গঠন করা উচিত। জনগণ এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা জরুরী। আমাদের অতিরিক্ত শক্তির অপচয় বন্ধ করতে হবে। 

আলোচক সিথ্রিইআর-এর সহকারী পরিচালক রউফা খানম বলেন, আমাদের দেশে কার্বন নিঃসরণ বিষয়ে গবেষণা ভিত্তিক আলোচনা জরুরি। আমরা পলিসি মেকারদেরকে নিয়ে একত্রিত হয়ে IEPMP-এর মধ্যে নিঃসরণ মানমাত্রা এবং এনার্জি ট্রান্সজিশন বিষয়গুলোর আরও কার্যকর অন্তর্ভুক্তির জন্য পুনর্মূল্যায়ন করা জরুরি।

ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্বন নিঃসরণের সীমা বাড়িয়ে দূষণকে বৈধতা দেওয়া হয়েছে, যা পরিবেশ ও মানব জীবনের জন্য বিপদজনক। সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) মহাপরিকল্পনাটি অপ্রমাণিত ও ব্যয়বহুল প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য শক্তির বিকাশ বাধাগ্রস্ত করছে। সমন্বিত এই পরিকল্পনা জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। জলবায়ু পরিবর্তন প্রশমনের লক্ষ্যে নতুন জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (এনডিসি) সাথে সমন্বয় করে, জীবাশ্ম জ্বালানির ওপর অর্থায়ন বন্ধ করে, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

সভাপতির বক্তব্যে সিপিআরডি এর প্রধান নির্বাহী মোঃ শামসুদ্দোহা বলেন, বাংলাদেশকে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হতে হবে। এক্ষেত্রে IEPMP শক্তিশালীকরণ, দূষণ নিয়ন্ত্রণ ও শক্তি রূপান্তরের সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে (সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ প্রকল্পে) বিনিয়োগ বৃদ্ধি হতে পারে কার্যকরি পদক্ষেপ। 

এছাড়াও উক্ত পলিসি ডায়ালগে আরও সংযুক্ত ছিলেন, বিভিন্ন পরিবেশবাদী সস্থার প্রতিনিধিগণ, সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here