Home Bangla News এক নজরে বাংলাদেশ

এক নজরে বাংলাদেশ

0

ঢাকা ৯ মার্চ ২০২৫:

ঈদুল ফিতর উপলক্ষ্যে বেতন ও অবসর ভাতা ২৩ মার্চ প্রদান করবে সরকার 

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড) ও সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি আগামী ২৩ মার্চ প্রদান করা হবে। এছাড়া, অবসরপ্রাপ্ত পেনশনারগণের এ মাসের অবসর ভাতা একই তারিখে প্রদান করা হবে।   

 আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।   

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা 

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ): 

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে আজ সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  

গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসাসেবার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। 

এসময় উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।  

লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারীরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে বাধা প্রদান এবং সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এছাড়া, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র ‍উপদেষ্টা। তিনি পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালনের অনুরোধ জানান।  

এর আগে ঘটনার দিন দুপুরে শিশুটির মাকে ফোন দিয়ে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

খাদ্য উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ 

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):   

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের এগ্রিকালচার প্রাকটিস গ্রুপের প্রাকটিস ম্যানেজার Tomas Ricardo Rosada Villamar-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।   

খাদ্য উপদেষ্টা Tomas Ricardo Rosada Villamar-কে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এদেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।  

সাক্ষাৎকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here