Dhaka March 16, 2025:
A fair showcasing products of only women entrepreneurs has started at Aloki Convention Center in Gulshan.
BRAC Bank is hosting a two-day exposition to promote locally made products by women entrepreneurs and create a market for locally made products.
Eighty-five female business owners from across the country are showcasing Bangladeshi products at the exposition, ‘TARA Uddokta Mela 2025’. In this fair, most of the women entrepreneurs are involved in manufacturing sector who play great contribution in promoting this country’s heritage. After the grand success of previous year’s TARA Uddokta Fair, the bank is hosting this fair for the third time where women entrepreneurs exhibit their diverse range of products by setting up stalls without any cost.
Nazma Mobarek, Secretary of the Financial Institutions Division, Government of the People’s Republic of Bangladesh, formally inaugurated the fair as the chief guest at the Aloki Convention Center on Gulshan-Tejgaon Link Road in Dhaka on March 16, 2025 in presence of Meheriar M Hasan, Chairperson, and Selim R. F. Hussain, Managing Director and CEO, BRAC Bank.
Nawshad Mustafa, Director, SME and Special Programmes Department, Bangladesh Bank; Farzanah Chowdhury, Managing Director and CEO, Green Delta Insurance Company Limited; and Farzana Khan, Deputy Managing Director, SME Foundation, were present as the Special Guest. Syed Abdul Momen, Deputy Managing Director and Head of SME Banking at BRAC Bank, were also present.
The exhibition is open to the public from 12:00PM to 11:00PM on the opening day on March 16 and from 10:00AM to 11:00PM on March 17, 2025.
The women entrepreneurs are displaying a diverse range of Bangladeshi made products, including boutiques, hand-stitched clothing, handmade crafts, clay and jute items, processed leather goods, Jamdani and Moslin attire, foods, organic skincare items, and bamboo and rattan items. Additionally, the fair is catering other special features such as Iftar and Dinner food court, Hawai Mithai for visitors, a bioscope for young generations, free mental wellbeing sessions and free checkup, travel consultancy and tour management etc.
BRAC Bank is providing technological support to enable digital payments, such as QR Code-based payments, to bring the women entrepreneurs into a digital ecosystem that facilitates cashless transaction. In the fair, the customers will get a discount of upto 20% on any product purchase through QR payment.
The exhibition provides a platform for women entrepreneurs to promote their traditional products and showcase their creativity through product innovation while keeping the country’s heritage intact. The event will also enable the exhibitors to increase sales and reach new customers amid the ongoing Eid shopping spree.
Commenting on the exhibition, the bank’s Managing Director & CEO Selim R. F. Hussain stated, “As a partner of progress, the bank helps women entrepreneurs realize their full potential. With this TARA Uddokta Mela, entrepreneurs can preserve traditional products immersed in the country’s culture and heritage. We plan to do many more such fairs annually for products of women entrepreneurs nationwide. Holding this fair shows our strong commitment to women entrepreneurs in the country.”
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’
ঢাকা ১৬ মার্চ ২০২৫:
শুধুমাত্র নারী উদ্যোক্তাদের পণ্য প্রসারে ব্র্যাক ব্যাংকের আয়োজনে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’।
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং তাঁদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে ব্যাংকটি।
দেশের বিভিন্ন প্রান্তের ৮৫ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫’-এ অংশ নিয়েছেন। এই মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছরের সফল ‘তারা উদ্যোক্তা মেলা’ আয়োজনের পর ব্যাংকটি এবার তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে, যেখানে উদ্যোক্তারা কোনোপ্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিয়েছেন।
১৬ মার্চ ২০২৫ ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফারজানা চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান। এছাড়াও, এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
প্রদর্শনীটি ১৬ মার্চ দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং ১৭ মার্চ সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও মেলায় আগতদের জন্য রয়েছে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাই, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরামর্শকেন্দ্র ও চেকআপ এবং ট্রাভেল অ্যান্ড ট্যুর কন্সালটেন্সিসহ অন্যান্য স্টল।
নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
এই প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।
প্রদর্শনী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “উন্নয়নের অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে থাকে। এই ‘তারা উদ্যোক্তা মেলা’র মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাঁদের পণ্যের প্রসারে আমরা প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তে এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।”