Violence against women and children ongoing across the country
Dhaka, March 16, 2025:
Transparency International Bangladesh (TIB) has called for immediate effective steps to stop the ongoing series of rapes and barbaric violence against women and children across the country in recent times and to ensure speedy and exemplary justice for the perpetrators.
In addition, the organization strongly condemned the excessive use of force by the police in the anti-rape movement and the recommendation to the media not to use the word “rape” by police officers.
This call was made from the human chain organized by TIB in front of the Jatiya Sangsad Bhaban on Manik Mia Avenue in the capital on Sunday to protest the ongoing violence against women and children and rape across the country.
At the time, it was demanded to involve stakeholders in the government’s initiative for new legal reforms to curb violence against women and children.
Members of the Conscious Citizens Committee (SCAC) and Youth Engagement and Support formed under the inspiration of TIB formed this human chain in 45 regions across the country as well as Dhaka, where representatives of various partner organizations also participated.
TIB Executive Director Dr. Iftekharuzzaman said at the human chain, “We are angry and saddened to see this shameful picture of torture and rape of women and girls in the country. We want a remedy for this horror. It is with great shame that we have to say that men are enjoying everything that the country has gained in 54 years of independence, while women in Bangladesh are still deprived of freedom in reality.
Even in the “New Bangladesh” where the possibility of a “New Bangladesh” has been created based on the anti-discrimination movement, women are being discriminated against at every level. Which is completely contradictory to the independence and anti-discrimination spirit of Bangladesh. We applaud the government’s initiative to reform the law to prevent and speed up the trial of rape and violations of women’s rights, but all stakeholders must be involved in this process.’
Strongly condemning the recommendation of a senior police officer to the media not to use the word “rape”, the TIB Executive Director said, ‘By doing this, the DMP Commissioner has actually taken the side of the rapist and is engaged in an attempt to find ways to protect the rapist, which is unacceptable. His statement must be withdrawn immediately. We call on the media to reject such atrocious comments by the police and vigorously publicize news of rape and violence against women.
This is essential to control this heinous crime. Crime is crime, there is no room for ostriches to hide it. On the other hand, the police’s lack of tolerance and excessive use of force in the anti-rape movement is a reflection of authoritarian practices. The police must avoid this path.’
Dr. Zaman also said, “We call on all political parties that claim to have been active in the anti-discrimination movement and that are hoping to win the election or seek public support, to clarify their position on the issue of women’s rights. We especially call on religious-based political parties to talk about embracing the spirit of the anti-discrimination movement, but then impose discrimination on women based on religious misinterpretation and fanaticism. This is not desirable in any way.”
TIB’s concept paper on preventing violence against women and children, including rape, was read out by TIB’s Assistant Coordinator of Outreach and Communication Department, Saimum Mousumi Brishti, at the human chain in Dhaka. The concept paper made 11 recommendations for the consideration of the relevant stakeholders to take effective steps to prevent violence. One of these is to take effective steps to prevent all types of sexual abuse, violence and discrimination, including rape of women and children, ensure exemplary justice for those involved in the crime at the earliest, and provide all kinds of assistance to the families of the victims of the crime; To ensure the necessary legal reforms and effective implementation of existing laws to ensure women’s rights in all fields and levels.
Various human rights and development organizations participated in the human chain expressing solidarity with the call of TIB. Representatives of various organizations including Manusher Jonna Foundation, Nagorik Udyog, Bandhu Social Welfare Society, Mandhaka Sanskriti Foundation, Association for Land Reform and Development, Waterkeepers Bangladesh, Bangladesh Legal Aid and Services Trust (BLAST), Nari Paksha and Bangladesh Institute of Labor Studies (BILS) expressed their strong stance against violence against women and children in the human chain.
Shamsul Huda, Executive Director of Association for Land Reform and Development, said, “Even after so many years of independence, we have not been able to build a safe society for women, which is very sad.
” To ensure a remedy for violence against women, we must stop the culture of impunity and ensure that the perpetrators are brought to justice as soon as possible.’ Mahua Nizam of the Manusher Jonna Foundation said, ‘In the wake of the anti-discrimination movement, there has been a change of power in the country, and political parties led by youth have come.
But the picture of violence against women and girls remains the same.’ Deepa Malakar of the Bangladesh Legal Aid and Services Trust said, ‘Despite the incidents of violence against women, there is a noticeable slowdown in speedy trial and law enforcement. A concerted effort by law enforcement and the judiciary is needed to expedite the trial process.’

নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি
সারাদেশে চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা
ঢাকা, ১৬ মার্চ ২০২৫:
সাম্প্রতিক সময়ে সারা দেশে চলমান নারী ও শিশুর ধারাবাহিক ধর্ষণ ও বর্বরোচিত সহিংসতা বন্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি, ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মকর্তার “ধর্ষণ” শব্দটি ব্যবহার না করতে গণমাধ্যমের প্রতি সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। দেশজুড়ে চলমান নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এ জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। এ সময়, নারী ও শিশু নির্যাতন দমনে নতুন আইনি সংস্কারে সরকারের উদ্যোগে অংশীজনদের সম্পৃক্ত করার দাবি জানানো হয়। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সদস্যরা ঢাকার পাশাপাশি সারাদেশে ৪৫টি অঞ্চলে এ মানববন্ধন করেন, যেখানে বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণের এই কলঙ্কজনক চিত্র দেখে আমরা ক্ষুব্ধ, ব্যথিত। আমরা এই ভয়াবহতার প্রতিকার চাই। অত্যন্ত লজ্জার সঙ্গে বলতে হচ্ছে ৫৪ বছরের স্বাধীনতায় যতটুকু দেশ পেয়েছি তার সবটুকুই ভোগ করছে পুরুষেরা, বাংলাদেশের নারীরা বাস্তবে স্বাধীনতা থেকে এখনও বঞ্চিত। এমনকি, বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে যে “নতুন বাংলাদেশ”-এর সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও প্রতি পদে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। যা বাংলাদেশের স্বাধীনতা ও বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ধর্ষণ ও নারী অধিকার লঙ্ঘনের দ্রুত বিচার ও এ জঘন্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সরকারের আইনি সংস্কারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই তবে এই প্রক্রিয়ায় সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে।’
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার “ধর্ষণ” শব্দটি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি সুপারিশের তীব্র নিন্দা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এর মাধ্যমে আসলে ডিএমপি কমিশনার ধর্ষকের পক্ষ নিয়েছেন এবং ধর্ষককে সুরক্ষার উপায় বের করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, যা অগ্রহণযোগ্য। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। গণমাধ্যমকে পুলিশের এহেন ন্যাক্কারজনক ভাষ্য প্রত্যাখ্যান এবং ধর্ষণ ও নারী নির্যাতনের সংবাদ জোরালোভাবে প্রচারের আহ্বান জানাই। যা এ ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। অপরাধ মানে অপরাধ, এখানে উটপাখির মতো কোনো রাখঢাকের সুযোগ নেই। অন্যদিকে, ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের সহনশীলতার ঘাটতি এবং অতিরিক্ত বলপ্রয়োগ কর্তৃত্ববাদী চর্চার প্রতিফলন। পুলিশকে এ পথ পরিহার করতে হবে।’
ড. জামান আরো বলেন, ‘যে সকল রাজনৈতিক পক্ষ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলে দাবি করছেন এবং যারা নির্বাচনে বিজয়ী হবেন বা জনসমর্থন চাইবেন বলে ভাবছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, নারীর অধিকারের প্রশ্নে আপনাদের অবস্থান পরিস্কার করুন। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করার কথা বলবেন, আবার ধর্মীয় অপব্যাখ্যা ও ধর্মান্ধতার ওপর ভিত্তি করে নারীর ওপর বৈষম্য চাপিয়ে দিবেন, এটা কোনোভাবেই কাম্য নয়।’
ঢাকায় মানববন্ধনে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবির ধারণাপত্র পাঠ করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিট্যান্ট কোঅর্ডিনেটর সাইমুম মৌসুমী বৃষ্টি। ধারণাপত্রে সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১১ দফা সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে অন্যতম-নারী ও শিশু ধর্ষণসহ সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা ও অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান; সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
মানববন্ধনে টিআইবির আহ্বানে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন মানবাধিকার ও উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করে। মানুষের জন্য ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নারীপক্ষ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘স্বাধীনতার এতো বছর পরেও আমরা নারীদের জন্য একটি সুরক্ষিত সমাজ গড়ে তুলতে পারিনি, যা অত্যন্ত দুঃখজনক। নারী নির্যাতনের প্রতিকার নিশ্চিত করতে হলে আমাদের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দ্রুততম সময়ে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।’ মানুষের জন্য ফাউন্ডেশন-এর মহুয়া নিজাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে দেশে ক্ষমতার পালাবদল হয়েছে, তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল এসেছে। কিন্তু নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র একই রকম রয়ে গেছে।’ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর দীপা মালাকার বলেন, ‘নারী নির্যাতনের ঘটনার পরও দ্রুত বিচার ও আইন প্রয়োগে ধীরগতি লক্ষ্যণীয়। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’