Home Development 70 percent of the country’s people die from non-communicable diseases : experts

70 percent of the country’s people die from non-communicable diseases : experts

0

Dhaka March 17 2025 :

For a long time, non-communicable diseases have been at the top of the list of causes of death in the country. 70 percent of people in the country die of this disease. Again, 80 percent of people die before the age of 70 for the same reason. Therefore, if we want to live, we need to change our eating habits and lifestyle.


This was said by the speakers at a health seminar at the CIRDAP auditorium in the capital on Monday (March 17). At the same time, they also advised to give importance to primary health care. The seminar was organized by UNICEF Bangladesh, Power and Participation Research Center (PPRC) and UHC Forum.


The information from a research report was presented at the seminar. It said that 13.1 million or 13.1 million people in the country are affected by diabetes. Bangladesh is eighth in the world in terms of the prevalence of this disease. 13.6 people per thousand in the country suffer from stroke, 23 percent of whom are under the age of 50. Besides, kidney treatment costs an average of Tk 4,426 per month.

Former Director General of the Department of Health Dr. MA Foyez said, we are all concerned about infectious diseases. However, people have very little idea about non-communicable diseases. The death rate from non-communicable diseases in the country has been on the rise for a long time. One in every ten people in the country has diabetes, and one in every four has high blood pressure. Many people do not know this. We need to take initiatives in this regard to reduce premature deaths.

President of the program and Executive Chairman of PPRC Hossain Zillur Rahman said, we have to change our habits for a healthy life. There is no point in running around the hospital and surviving. Change your lifestyle to stay healthy – this message needs to be conveyed to people. We can motivate children in schools. People have learned the importance of salt in food through propaganda. Therefore, there is no alternative to propaganda to change non-communicable diseases and people’s lifestyles.

In the keynote address, UHC Forum member Dr. Aminul Hasan said, once a person is infected with a non-communicable disease, he has to be treated for life. Therefore, it is important to maintain the supply of medicines. In addition, it is also necessary to ensure that all citizens can afford to buy these medicines. Government and private institutions must work together to raise public awareness about this.

Participating in the seminar, Everest conqueror M.A. Muhith said, I visit different schools at different times. At that time, I advise children on eating habits and physical exercise. Our country’s players are big stars. They are followed by numerous children and youth. They participate in advertisements for unhealthy foods, such as soft drinks. This has a huge impact on children. Apart from these, celebrities can be motivated to promote healthy food.

At this time, UNICEF Bangladesh Health Manager Dr. Dewan Emdadul Haque, Deputy Director of Primary Health Care of the Directorate General of Health Services Dr. Abu Hena Mohammad Raihanuzzaman Sarkar, BRAC Program Head (Health) Dr. Imran Ahmed Chowdhury spoke.

The seminar participants said in an open discussion that the main way to avoid non-communicable diseases is to change diet and lifestyle. Consumption of drugs and tobacco products must be stopped. This is a major headache for the country. All types of pollution, starting from air, water, and environmental pollution, must be reduced. Food security of the people must be strengthened.

They put forward several suggestions. Such as making primary healthcare the foundation of health, having health books and health insurance for all citizens, and developing social movements to raise awareness about primary health.

Representatives of various government and non-government organizations involved in the health and nutrition sectors also participated in the seminar.

বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন দেশের ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে

ঢাকা ১৭ মার্চ ২০২৫:


দীর্ঘদিন ধরে দেশের মানুষের মৃত্যুর পেছনের কারণগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অসংক্রামক ব্যাধি। দেশে শতকরা ৭০ শতাংশ মানুষেরই মৃত্যু হয় এ রোগে। আবার একই কারণে ৭০ বছর বয়সের আগেই মারা যান ৮০ শতাংশ মানুষ। তাই বাঁচতে হলে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।


আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে এমনটাই বলেছেন বক্তারা। এ সময় প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দেয়ার পরামর্শও দেন তারা। সেমিনারটির আয়োজন করে ইউনিসেফ বাংলাদেশ, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ও ইউএইচসি ফোরাম।


সেমিনারে একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের ১৩ দশমিক ১ মিলিয়ন বা এক কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিকসে আক্রান্ত। এ রোগের প্রাদুর্ভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম। দেশের প্রতি হাজারে ১৩ দশমিক ৬ জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যাদের ২৩ শতাংশেরই বয়স ৫০-এর নিচে। এছাড়া কিডনি চিকিৎসায় মাসে গড়ে ৪ হাজার ৪২৬ টাকা খরচ করতে হয়।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. এম এ ফয়েজ বলেন, সংক্রামক রোগ সম্পর্কে আমরা সবাই কনসার্ন। তবে অসংক্রামক রোগ সম্পর্কে মানুষের ধারণা খুবই কম। দেশে অসংক্রামক রোগে মৃত্যুর হার দীর্ঘদিন ধরে ওপরের দিকে রয়েছে। দেশের প্রতি দশজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে, আর প্রতি চারজনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। এগুলো অনেকেই জানেন না। অকাল মৃত্যু কমাতে এ বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সুস্থ জীবনের জন্য আমাদের অভ্যাস বদলাতে হবে। হাসপাতালে দৌড়াদৌড়ি করে বেঁচে থেকে কোনো লাভ নেই। সুস্থ থাকতে লাইফ স্টাইল বদলাও- মানুষের মধ্যে এ বার্তা পৌঁছে দিতে হবে। আমরা স্কুলগুলোতে শিশুদের মোটিভেট করতে পারি। খাবার স্যালাইনের গুরুত্ব মানুষ প্রচারণার মধ্য দিয়েই শিখেছে। কাজেই অসংক্রামক ব্যাধি এবং মানুষের জীবনধারা পরিবর্তন আনতে প্রচারণার বিকল্প নেই।

মূল আলোচকের বক্তব্যে ইউএইচসি ফোরামের সদস্য ডা. আমিনুল হাসান বলেন, অসংক্রামক রোগে একবার আক্রান্ত হলে তাকে আমৃত্যু চিকিৎসা নিতে হয়। ফলে ওষুধের সরবরাহ ঠিক রাখাটা জরুরি। পাশাপাশি সব নাগরিক এসব ওষুধ কেনার সামর্থ্য রাখেন কিনা সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এটি নিয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে অংশ নিয়ে এভারেস্টজয়ী পর্যটক এম এ মুহিত বলেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে যাই। সেসময় বাচ্চাদের খাবারের অভ্যাস ও শারীরিক ব্যায়ামের বিষয়ে পরামর্শ দেই। আমাদের দেশের খেলোয়াড়রা বড় তারকা। তাদেরকে অসংখ্য শিশু ও তরুণ অনুসরণ করে থাকে। তারা অস্বাস্থ্যকর নানা খাবার, যেমন কোমল পানীয়র বিজ্ঞাপন-চিত্রে অংশ নেন। এটি বাচ্চাদের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এসব বাদ দিয়ে তারকাদের স্বাস্থ্যকর খাবারের প্রচারণায় উদ্বুদ্ধ করা যেতে পারে।

এ সময় ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. দেওয়ান এমদাদুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের উপ-পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, ব্র্যাকের প্রোগ্রাম হেড (স্বাস্থ্য) ডা. ইমরান আহমেদ চৌধুরী বক্তব্য দেন।

সেমিনারের অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় বলেন, অসংক্রামক রোগ থেকে বাঁচার প্রধান উপায় খাদ্যাভ্যাস ও লাইফ-স্টাইল পরিবর্তন করা। মাদক ও তামাক পণ্য সেবন বন্ধ করতে হবে। এটি দেশের জন্য বড় মাথা ব্যথার কারণ। বায়ু, পানি, পরিবেশ দূষণ থেকে শুরু করে সব ধরনের দূষণ কমিয়ে আনতে হবে। মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করতে হবে।

তারা বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন। যেমন- প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যের ভিত্তি হিসেবে গড়ে তোলা, সব নাগরিকের জন্য হেলথ বুক, হেলথ ইনস্যুরেন্স থাকা এবং প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

এছাড়াও সেমিনারে স্বাস্থ্য ও পুষ্টিখাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here