Dhaka March 17, 2025:
BRAC Bank, in partnership with Western Union, is rewarding remittance beneficiaries this Ramadan with an exclusive water bottle.
Customers collecting Western Union remittances from BRAC Bank’s extensive network, including 189 branches, 74 sub-branches, and 1,114 agent banking outlets nationwide, will receive this special gift as a token of appreciation.
This giveaway delights many remittance beneficiaries, especially during Ramadan, when the country experiences higher remittance inflows. Starting on March 4, 2025, the campaign will continue until stocks last.
Designed to enhance customer experience, the initiative encourages customers to transition from cash pickups to opening BRAC Bank’s Probashi Poribar and TARA Probashi Poribar accounts for greater financial security.
Through this initiative, BRAC Bank reaffirms its commitment to supporting remittance customers and driving financial inclusion. Customers are encouraged to visit their nearest BRAC Bank branch or agent banking outlet to learn more.

রমজানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার
ঢাকা ১৭ মার্চ ২০২৫:
ব্র্যাক ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে এই রমজানে পুরস্কার হিসেবে রেমিটেন্স সুবিধাভোগীরা পাবেন একটি পানির বোতল।
দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স গ্রহণকারী গ্রাহকরা এই বিশেষ উপহারটি পাবেন।
রোজায় রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়। এমন সময় এই পুরস্কারটি রেমিটেন্স সুবিধাভোগীদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে বিশ্বাস করে ব্যাংকটি। ৪ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।
গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগটি নিয়েছে। রেমিটেন্স গ্রাহকদের আরো বড় পরিসরে ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার এবং ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট।
ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের রেমিটেন্স গ্রাহকদের সহায়তা ও দেশে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে গ্রাহকদের নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।