Dhaka March 19, 2025:
BRAC Bank has expanded its ‘Aporajeyo TARA’ scholarships programme to provide financial assistance to 300 female students from the Faculty of Business Administration and the Faculty of Arts and Humanities at the University of Chittagong (CU).
This partnership was formalised during a signing ceremony held at the CU campus on March 19, 2025. Md. Shaheen Iqbal, CFA, Deputy Managing Director and Head of Treasury & Financial Institutions, signed on behalf of BRAC Bank. Professor S.M. Nasrul Quadir, Dean of the Faculty of Business Administration, and Professor Dr. Md Iqbal Shahin Khan, Dean of the Faculty of Arts and Humanities, represented CU in the agreement.
During the ceremony, Professor Quadir expressed his gratitude to BRAC Bank, stating, “This initiative will have a profound impact on the lives of our female students. It is more than just financial support; it is a catalyst for change that will empower our students to dream bigger and achieve greater success in their academic and professional careers.”
Md. Shaheen Iqbal remarked, “At BRAC Bank, we firmly believe that investing in women’s education is an investment in the future of our country. With the Aporajeyo TARA Scholarships, we aim to bridge the gender gap in higher education and ensure that financial limitations hold back no deserving student.”
Women continue to be underrepresented in higher education in Bangladesh, comprising less than 40% of university students. In recognition of this disparity, BRAC Bank’s scholarship programme is dedicated to supporting female students, helping them access quality education and become empowered leaders.
Aporajeyo TARA is BRAC Bank’s flagship CSR initiative to promote women’s education. In addition to CU, the bank has supported female students at institutions such as the University of Dhaka, Rajshahi University, and BRAC University, among others, through partnerships with the Prothom Alo Trust since 2011, benefiting over 2,000 students.
BRAC Bank is a values-based organisation committed to breaking financial barriers and social taboos through its CSR initiatives. The bank strives to create opportunities, ensure access to education, and enable individuals to realise their potential and lead meaningful lives.

ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থী
ঢাকা ১৯ মার্চ ২০২৫:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এবং কলা ও মানবিক অনুষদের ৩০০ জন নারী শিক্ষার্থীকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক।
গত ১৯ মার্চ ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আর্থিক সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তি চালু করে ব্যাংকটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলিনায়তনে এক চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির কার্যক্রম শুরু হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি-স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।
অনুষ্ঠানে প্রফেসর কাদির ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বৃত্তি কার্যক্রমটি আর্থিক সহায়তার চাইতেও বেশি কিছু। ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ আমাদের নারী শিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে; আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাঁদের আরো বড় স্বপ্ন দেখতে শেখাবে এবং তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের বিষয়ে মো. শাহীন ইকবাল মন্তব্য করেন, “ব্র্যাক ব্যাংকে আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে, নারীশিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জেন্ডার-বৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উচ্চশিক্ষায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি ৪০ শতাংশেরও কম। এই বৈষম্য অনুধাবন করে ব্র্যাক ব্যাংক শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি চালু করে।
‘অপরাজেয় তারা’ হলো নারী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এই শিক্ষাবৃত্তি চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও, ২০১১ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের সাথে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এই শিক্ষাবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ২ হাজারেরও বেশি।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আর্থিক এবং সামাজিক বাধা দূর করে সবার জন্য সুযোগ তৈরি করে দেবে, যাতে প্রত্যেকে নিজ সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটিয়ে অর্থপূর্ণ জীবন যাপনের সুযোগ পান।