Dhaka March 20, 2025:
BRAC Bank has partnered with Truefitt & Hill Bangladesh, the world’s oldest and most prestigious barbershop, to offer its Premium Banking Senior customers an exclusive grooming experience.
As part of this partnership, senior customers of BRAC Bank’s Premium Banking segment will receive special welcome vouchers and upgraded services at Truefitt & Hill.
The agreement was formalised at a signing ceremony attended by Syed Maheen Jubayed, Head of Premium Banking Business Acquisition, and Armeen Ahmed, Head of Premium Banking Proposition, from BRAC Bank, alongside Mahira Husain Khan, CEO of Truefitt & Hill Bangladesh.

ট্রুফিট অ্যান্ড হিল-এ বিশেষ সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকরা
ঢাকা ২০ মার্চ ২০২৫:
প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের এক্সক্লুসিভ সুবিধা দিতে বিশ্বের সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী বারবারশপ ট্রু ফিট অ্যান্ড হিল-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের সিনিয়র গ্রাহকরা ট্রুফিট অ্যান্ড হিলে বিশেষ ওয়েলকাম ভাউচার এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উন্নত সেবা উপভোগ করবেন।
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহিন জুবায়েদ, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ এবং ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সিইও মাহিরা হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এমন উদ্যোগ প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের ব্যতিক্রমী এবং এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।