Dhaka March 20 2025 :
In developing countries like Bangladesh, where industrialization and urbanization are rapidly increasing, dependence on fossil fuels remains significant. This reliance is deteriorating the country’s air quality, which is progressively worsening. To ensure a livable city, reliance on fossil fuels must be reduced, and the use of renewable energy must be increased.
Keynote speaker Prof. Dr. Ahmad Kamruzzaman Majumder emphasized such at a policy dialogue titled “Role of Renewable Energy for a Livable City” held today in the city was jointly organized by the Center for Atmospheric Pollution Studies (CAPS), Bangladesh Institute of Planners (BIP), Bangladesh Resource Center for Indigenous Knowledge (BARCIK), Center for Participatory Research and Development (CPRD), and Jet Net BD.
The session was Chaired and moderated by Professor Dr. Adil Muhammad Khan, President of the Bangladesh Institute of Planners (BIP). The Guest of Honor was Professor Mohammad Ali Naqi, Head of the Department of Architecture and Dean of the Faculty of Science and Technology at State University. The keynote presentation was delivered by Professor Dr. Ahmad Kamruzzaman Majumder, Chairman of CAPS.
In his speech as the Guest of Honor, Professor Mohammad Ali Naqi emphasized that reducing fossil fuel consumption as much as possible is essential. He stated that this is not just the responsibility of the government, public agencies, or policies, it is a matter of cultural awareness and a duty of every citizen, which should become a habit. To build a livable city, the role of renewable energy must be integrated into policies, planning, and implementation strategies with a clear timeline.
Director of Air Quality Management, Department of Environment, Md. Ziaul Haque, stated that air pollution caused by fossil fuels is a serious problem for Bangladesh, negatively impacting public health and the environment. However, with the right policies and effective measures, this issue can be resolved. The Department of Environment has already decided to monitor power plants and has set a target to generate 4,000 megawatts of electricity from renewable energy by 2030. To control pollution, all ministries must work together. Despite pressure from the Department of Environment, it has been challenging to coordinate collective efforts. Immediate decisions must be made to control air pollution. Existing policies must be effectively implemented, along with strict enforcement of laws.
Professor Dr. Adil Muhammad Khan, President of the Bangladesh Institute of Planners (BIP), highlighted that Bangladesh has immense potential for renewable energy. By increasing the use of renewable energy, adopting eco-friendly technologies in the transportation and industrial sectors, and raising public awareness, we can build a healthy and green Bangladesh. This will not only benefit the present generation but also ensure a safe environment for future generations.
Gaous Pearee, Director of Work for a Better Bangladesh Trust (WBBT), stated that there is currently no alternative to renewable energy. Reducing the use of fossil fuels is now essential for Bangladesh to decrease air pollution, noise pollution, and river pollution.
Supreme Court lawyer Adv. Rasheduzzaman Majumder stated that several plans have been made regarding energy, but none have successfully met the renewable energy production targets. He emphasized the need for coordination among all energy policies, particularly revising the Energy Master Plan 2023 in line with the Renewable Energy Policy 2025.
Md. Abul Kalam Azad from ActionAid Bangladesh highlighted that although Bangladesh’s electricity generation capacity has increased, energy security has not been ensured. Due to the Ukraine war, the import of oil, gas, and LNG was disrupted, leading to severe load shedding in the country. He stressed that renewable energy is the key to ensuring energy security.
Barrister Neoaz Morshed stated that widespread public awareness is essential for the expansion of renewable energy. He emphasized the need to educate children from an early age about what renewable energy is and why it is necessary. Additionally, he pointed out that Bangladesh must move away from fossil fuel dependency in its energy policies. The Integrated Energy and Power Master Plan (IEPMP) 2023 should be revised with clear targets for renewable energy.
Syed Mahbubul Alam Tahin, Secretary of the Center for Law and Policy Affairs, said that when government policies prioritize businesses, the public misses out on opportunities. He pointed out that the current energy policy does not involve public participation, and as a result, he cannot agree with the rising electricity prices. He stressed that energy consumption must be reduced.
Md. Jahangir Alam, Coordinator of BARCIK, mentioned that Dhaka is gradually turning into an unlivable city because the energy and resources used in the city are not environmentally friendly. He emphasized that our current energy source, fossil fuels, is driving the city into a climate crisis. To save our city from the impacts of climate and human crises, he stressed that we must move away from fossil fuels and increase the use of renewable energy.
Recommendations from Experts at the Policy Dialogue:
1. Gradually phase out the use of fossil fuels in all sectors, including power generation, transportation, industries, and households.
2. Increase the production and usage of environmentally friendly renewable energy sources.
3. Revise existing energy policies, including the IEPMP, to support renewable energy transition.
4. Increase investment in solar, wind, hydropower, and biogas projects.
5. Set emission standards for power plants and industries in alignment with global benchmarks and ensure their strict enforcement.
6. Encourage private sector participation and utilize international funding to promote renewable energy.
7. Increase the adoption of electric and hybrid vehicles to reduce dependence on fossil fuels.
8. Incorporate renewable energy-friendly designs in building architecture to enhance energy efficiency.
9. Implement effective measures to promote the production and use of alternative block bricks as a sustainable substitute for pollution-causing burnt bricks.
The policy dialogue also featured discussions from several experts, including Kamruzzaman Sagar, Coordinator of BARCIK; Faridul Islam Farid, Joint Secretary of Bangladesh Poribesh Andolon (BAPA); Muhammad Anwarul Haque, Vice President of Dhaka Reporters Unity; Wasiur Rahman Tanmoy, Coordinator of Capacity Development at Manusher Jonno Foundation; Ahsan Rony, Executive Director of Mission Green Bangladesh; and Elmee Tabassum, Research Officer at the Center for Participatory Research and Development (CPRD).
Additionally, representatives from various environmental organizations and students from different universities were also present at the policy dialogue.

জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিই দিতে পারে বাসযোগ্য শহরের নিশ্চয়তা : পলিসি ডায়লগে বিশেষজ্ঞরা
ঢাকা ২০ মার্চ ২০২৫:
আজ ঢাকা-তে, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং জেট নেট বিডি এর যৌথ আয়োজনে “Role of Renewable Energy for a Livable City” শীর্ষক একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। ঢাকার প্রধান সমস্যা উল্লেখ করে বাসযোগ্য নগরী গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।
বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি) এর প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এর সভাপতিত্ব এবং সঞ্চালনায় পলিসি ডায়ালগে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী নকী। ডায়ালগটিতে মূল প্রবন্ধ প্রদান করেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
পলিসি ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে শিল্পায়ন ও নগরায়ণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেখানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্য। এই নির্ভরশীলতাই দেশের বর্তমান বায়ুমান পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে যা ক্রমশই আরও তীব্র আকার ধারণ করছে। আইকিউ এয়ার ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের প্রধান শহর রাজধানী ঢাকা বায়ু দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সবসময়ই নিম্নমানের থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণ প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটায় এবং সেইসাথে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার এবং শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে বসবাস যোগ্য শহর নিশ্চিত করতে হবে।
উক্ত ডায়ালগে গেস্ট অব অনার এর বক্তব্যে স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী নকী বলেন, প্রথম কথা হল অবশ্যই সাধ্যমত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এটি শুধু সরকার বা সরকারি সংস্থা বা কেবলমাত্র নীতিমালার বিষয় নয়। এটি সচেতন সংস্কৃতির বিষয়- তা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব-যা’ স্বভাবে পরিণত হবে।
পরিবেশ অধিদপ্তর এর বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জনাব মোঃ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ু দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে, সঠিক নীতি গ্রহণ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো মনিটরিং এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণে সকল মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে চাপ প্রয়োগ করেও সবাইকে একত্রিত করে কাজ করানো সম্ভব হচ্ছে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদেরকে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে সকল নীতিমালা রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বিআইপি এর প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবহন ও শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আমরা একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এটি শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, (ডব্লিউবিবিটি) এর পরিচালক গাউস পিয়ারী বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নাই। বাংলাদেশ বায়ু দূষণ, শব্দদূষণ, নদী দূষণ কমাতে জীবাশ্ম জালানির ব্যবহার কমিয়ে আনা এখন সময়ের দাবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুজ্জামান মজুমদার বলেন, জ্বালানি নিয়ে এই পর্যন্ত অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কোনটাই নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন টার্গেট পূরণ করতে পারেনি। আমাদের সবগুলো জ্বালানি নীতির মধ্যে সমন্বয় করতে হবে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ এর আলোকে জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ কে সংশোধন করতে হবে।
অ্যাকশন এইড বাংলাদেশের মো: আবুল কালাম আজাদ বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে কিন্তু বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ইউক্রেন যুদ্ধের কারণে তেল গ্যাস এলএনজি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ লোডশেডিং এ পতিত হয়েছিল দেশ। নবায়নযোগ্য জ্বালানিই তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।
ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য প্রয়োজন ব্যাপকভাবে জনসচেতনতা। ছোটবেলা থেকে আমাদের শিশুদের শেখাতে হবে নবায়নযোগ্য জ্বালানি কি এবং কেন এটি প্রয়োজন। পাশাপাশি আমাদের জ্বালানি নীতি সমূহের মধ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। ২০২৩ সালে প্রণীত IEPMP সংশোধন করে সুনির্দিষ্টভাবে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, সরকারি নীতিতে ব্যবসায়ীদের যখন প্রায়োরিটি দেয়া হবে তখন জনগণ সুযোগ পাবে না। বিদ্যুতের যে পলিসি তৈরি হচ্ছে তাতে জনগণের পার্টিসিপেশন নাই। ফলে বিদ্যুতের যে দাম বাড়ছে তাতে আমি মত দিতে পারব না।
বারসিক এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা দিন দিন অবাসযোগ্য নগরে পরিনত হচ্ছে। কারন নগরে যে সব শক্তি ও উপকরণ ব্যবহার করা হয় তা পরিবেশ বান্ধব নয়। আমাদের বর্তমান জ্বালানির উৎসস্থল জীবাশ্ম জ্বালানি যা আমাদের নগরকে জলবায়ু সংকটে নিপতিত করছে।জলবায়ু সংকট ও মানব সংকটের কারণে আমাদের নগরকে কে বাঁচাতে। হলে জীবাশ্ম জ্বালানী বাদ দিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।
৭১ টিভির সিনিয়র রিপোর্টার মো: হাবিবুর রহমান বলেন, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রণয়ের উপর গুরুত্ব দিতে হবে।
পলিসি ডায়লগে বিশেষজ্ঞদের সুপারিশঃ
1. বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, শিল্প কারখানা, গৃহস্থালি কাজ সহ সকল স্তরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা।
2. পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি।
3. IEPMP সহ বিদ্যমান জ্বালানি নীতিগুলোতে সংশোধন আনা।
4. সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি।
বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিঃসরণ মান নির্ধারণ এবং এর কঠোর প্রয়োগ নিশ্চিতকরণ।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক তহবিলের ব্যবহার।
7. বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি।
8. নবায়নযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার উপযোগী করে ভবনগুলোর নকশা প্রণয়ন।
9. বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
উক্ত পলিসি ডায়ালগে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বারসিক এর সমন্বয়কারী কামরুজ্জামান সাগর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)এরযুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ারুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনেরক্যাপাসিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়, মিশন গ্রিন বাংলাদেশেরনির্বাহী পরিচালক আহসান রনি এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এররিসার্চ অফিসার ইলমি তাবাচ্ছুম। এছাড়াও উক্ত পলিসি ডায়ালগে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন পরিবেশবাদী সস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।