Home Business Guardian Life unveils new insurance plan, Guardian Nirbhar

Guardian Life unveils new insurance plan, Guardian Nirbhar

0

Dhaka, 13 February 2025 :

Country’s one of the leading insurance companies, Guardian Life Insurance Limited, has introduced its new insurance plan,‘Nirbhar.’ The launching event took place recently at Krishibid Institution Bangladesh (KIB) in the capital.

Guardian Life has designed this Regular Income Plan,‘Nirbhar’, in a way that the customer will not have to pay premiums for the entirety of the policy term. Instead, after paying premiums for a certain amount of time, customers will receive regular income benefits for the remaining period. For instance, within a 10-25-year long policy, customers will have to pay premiums for only 5-10 years, and they will be covered by life insurance for the entire duration of the insurance term. At the end of the term, customers will get remaining amount along with maturity benefits. The unique insurance policy can be started with as little as BDT 1 lakh.

The launching event was attended by Sheikh Rakibul Karim, FCA, Additional Managing Director and Acting CEO of Guardian Life, along with Mahmudur Rahman Khan, Senior Executive Vice President & Head of Retail Business; Md. Sajib Hossain, FCA, Chief Financial Officer; and Md. Saud Imran, Chief Operating Officer of the company. Other senior officials of Guardian Life, insurance industry experts, and other dignified were also present.

Regarding this, the Additional Managing Director and Acting CEO of Guardian Life, Sheikh Rakibul Karim, FCA, said, “We have been introducing innovative and modern insurance services, prioritizing customers’ needs. ‘Nirbhar’ is such a simple and reliable insurance plan that will play a significant role in converting our customers’ lives more secure.”

It would be worth mentioning here that Guardian Life has brought about various innovations in insurance concepts like micro-insurance, InsurTech, and bancassurance to make the insurance sector popular among the people of this country. With a vision of ‘Insurance for All,’ more than 1 crore 20 lakh people have already been covered by Guardian Life for insurance benefits. While the company provides insurance facilities to employees of more than 450 Local and Multi-National organizations, policy holders of Guardian Life get uninterrupted healthcare services from more than 450 partner hospitals across the country.

Through cashless facilities, Guardian Life customers can seamlessly access health services from partnered hospitals without payment via the Guardian Life App or the 24/7 helpline at 16622, which is always available to address customer needs.

গার্ডিয়ান লাইফের নতুন বীমা প্ল্যান “গার্ডিয়ান নির্ভর – রেগুলার ইনকাম প্ল্যান”

ঢাকা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ :

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নতুন বীমা প্ল্যান ‘নির্ভর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্ল্যানটি আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হয়।  

বীমা পলিসির পুরো মেয়াদ জুড়ে যেন গ্রাহকদের প্রিমিয়াম দেয়া না লাগে; এবং এর পাশাপাশি, মেয়াদ পর্যন্ত বীমাগ্রহীতার জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে এই রেগুলার ইনকাম প্ল্যান ‘নির্ভর’ নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। এই পলিসির মূল বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করার পর গ্রাহক বাকি মেয়াদে নিয়মিত আয়ের সুবিধা পাবেন। বীমা মেয়াদ চলাকালীন পুরো সময় গ্রাহক জীবন বীমা কাভারেজের আওতায় থাকবেন। এই পলিসিতে ১০-২৫ বছরের মেয়াদে প্রিমিয়াম প্রদান করতে হবে মাত্র ৫-১০ বছর। এছাড়া, বাকি সময় জুড়ে গ্রাহক নির্ধারিত আয় ও মেয়াদ শেষে আকর্ষণীয় মুনাফার সুবিধা উপভোগ করতে পারবেন। মাত্র ১ লাখ টাকা থেকে শুরু করা যাবে এই অনন্য বীমা পলিসিটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ – এর ­­­অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; ও চিফ অপারেটিং অফিসার, মো. সাউদ ইমরান সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা, বীমা খাতের বিশেষজ্ঞ ও অন্যান্য অতিথিবৃন্দ।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফ – এর ­­­অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবনী ও আধুনিক বীমা সেবা নিয়ে এসেছি। ‘নির্ভর’ এমন একটি সহজ ও নির্ভরযোগ্য বীমা প্ল্যান, যা গ্রাহকদের জীবনকে আরও বেশি নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, বীমা খাতকে দেশের সব মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে মাইক্রো-ইন্স্যুরেন্স, ইন্স্যুরটেক, ব্যাংকাস্যুরেন্স সহ অন্যান্য উদ্ভাবনী বীমার ধারণা নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। ‘সবার জন্য বীমা’ এই লক্ষ্য নিয়ে কাজ করা গার্ডিয়ান লাইফ এরই মধ্যে দেশের ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষকে বীমা সুবিধার আওতায় নিয়ে এসেছে। একইসাথে, তারা ৪৫০-টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। পাশাপাশি, দেশজুড়ে সাড়ে ৪ শ’রও বেশি পার্টনার হাসপাতাল থেকে গার্ডিয়ান লাইফের গ্রাহকরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা। ক্যাশলেস ফেসিলিটিস এর মাধ্যমে গ্রাহকরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইনের মাধ্যমে পার্টনার হাসপাতাল থেকে নিতে পারছে নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা কোন পেমেন্ট ছাড়াই। গ্রাহকের যেকোনো প্রয়োজন পূরণে সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা কাজ করছে গার্ডিয়ান লাইফ-এর হেল্পলাইন (১৬৬২২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here