Dhaka February 13, 2025:
BRAC Bank has partnered with ADN DigiNet Limited, a leading software development company specialising in innovative and customisable solutions for businesses, to offer enhanced employee banking benefits.
Under the partnership, ADN DigiNet officials will enjoy a convenient and delightful banking experience, including salary accounts, multi-currency debit cards, credit cards, loan facilities, DPS, FD, and exclusive benefits and privileges under the bank’s Employee Banking proposition.
A.K.M. Tareq, Senior Zonal Head, Distribution Network of BRAC Bank, and Syed Sohael Reza, Managing Director & CEO of ADN, signed the partnership agreement at the BRAC Bank Gulshan Premium Banking Lounge.
This partnership reflects BRAC Bank’s commitment to delivering tailored banking solutions that meet the unique needs of its institutional clients and enhance the overall banking experience for their employees.

ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবে এডিএন ডিজিনেট
ঢাকা ১৩ ফেব্রুয়ারি ২০২৫:
এডিএন ডিজিনেট লিমিটেডের কর্মকর্তাদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
এডিএন ডিজিনেট একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনী ও কাস্টমাইজড সমাধান দিয়ে থাকে।
এই পার্টনারশিপের অধীনে, এডিএন ডিজিনেটের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং অন্যান্য সুবিধাসহ আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংকের গুলশান প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেড, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ.কে.এম. তারেক এবং এডিএন ডিজিনেটের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ সোহায়েল রেজা।
এই পার্টনারশিপ প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য বৈচিত্র্যময় সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করতে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারেরই প্রতিফলন।