Home Business Orange Club members to enjoy special discount at Holiday Inn Dhaka

Orange Club members to enjoy special discount at Holiday Inn Dhaka

0

Dhaka, 20 February 2025:

Country’s innovative digital operator Banglalink has partnered with Holiday Inn Dhaka City Centre to elevate the lifestyle experience of its Orange Club members.

Banglalink prioritizes its customers and their lifestyle needs. As part of its continued endeavors, the digital operator often comes up with offers to enhance customers’ experience. In its continuation, Banglalink has inked a deal with Holiday Inn. Under this partnership, Orange Club members, Banglalink’s loyalty programme, can avail 20% discount on all the food & beverage outlets of the hotel.

From Banglalink, its Loyalty Program’s Senior Manager Zain Zaman; Loyalty Partnership Manager Shahadat H Mazumder; and from Holiday Inn, its Director of Operations Shahidus Sadeque Talukder; Director of Finance & Business Support Mohammad Tanvir Ahmed; Marketing & Communications Manager Manfuza Masud Chowdhury and Marketing Executive Shanawaj Abdullah, were present at the signing ceremony.

Mehedi Al Amin, Marketing Operations Director, Banglalink, said, “Banglalink’s Orange Club Loyalty Program reflects our commitment as a customer-centric digital operator to providing our loyal customers with the best value on every service they enjoy. We are excited for our customers to indulge in Holiday Inn’s delightful Food & Beverage offerings with these exclusive discounts. This partnership is a valuable step forward for both organizations.”

“Luxury seamlessly blends with ultimate comfort and indulgence at our hotel, creating an exquisite experience. We are excited to join hands with Banglalink to bring amazing perks for Orange Club members who can now enjoy our delicious Food & Beverage offerings availing special discounts”, opined Shahidus Sadeque Talukder, Director of Operations, Holiday Inn Dhaka City Centre.

বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়

ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫:

অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের সাথে অংশীদারিত্ব করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

গ্রাহকদের চাহিদা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাংলালিংক। এক্ষেত্রে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, অপারেটরটি এর গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন অফার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায়, এবার হলিডে ইন ঢাকার সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এ অংশীদারিত্বের আওতায়, বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ -এর সদস্যরা হলিডে ইন-এর সকল ফুড ও বেভারেজ আউটলেটে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, প্রতিষ্ঠানটির লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার, এর ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুফা মাসুদ চৌধুরী এবং মার্কেটিং এক্সিকিউটিভ সানওয়াজ আবদুল্লাহ।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় অরেঞ্জ ক্লাব সদস্যদের সেবা প্রদানে নতুন মাত্রা যুক্ত করতে ও তাদের জন্য নানা সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অংশীদারিত্বের মাধ্যমে, আমাদের অরেঞ্জ ক্লাব সদস্যরা এখন বিশেষ ছাড়ে হলিডে ইন -এর দারুণ সব ফুড ও বেভারেজ পণ্য উপভোগ করবেন। এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার বলেন, “হলিডে ইন আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের অপূর্ব সমন্বয়, যা আমাদের অতিথিদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে, অরেঞ্জ ক্লাব সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। এখন তারা আমাদের সুস্বাদু ফুড ও বেভারেজ পণ্য বিশেষ ছাড়ে উপভোগ করতে পারবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here