Home Development Sheikh Hasina had lost her ability to run the state: Abul Kasem...

Sheikh Hasina had lost her ability to run the state: Abul Kasem Fazlul Haque

0

Dhaka 23 February 2025:

The students and people of the country, inspired by the spirit of Ekushe, brought down the fascist Awami government in the July mass uprising. Awami government head Sheikh Hasina considered herself the owner of absolute power. As the one who ordered indiscriminate disappearances and murders, she became a tyrannical ruler to the nation.

All institutions, including the judiciary, law enforcement agencies and administration, were run on the sole orders of the Prime Minister. As a result, the High Court and the Supreme Court lost their dignity. Due to long-standing misrule, injustice, oppression and corruption, she has lost her ability to run the state and fled the country in the face of a mass uprising.

Keeping many people imprisoned in torture cells and torturing them in cold blood was a major crime of the previous government. Those convicted of such crimes can also be hanged in court.

The countrymen hope that Sheikh Hasina should be brought back from India under the prisoner exchange agreement and brought to justice.

Bangla Academy President Professor Abul Kasem Fazlul Haque said these things at the shadow parliament organized by Debate for Democracy on the July Uprising and the spirit of Ekushey at FDC in Dhaka today. The event was presided over by Debate for Democracy Chairman Mr. Hasan Ahmed Chowdhury Kiron.

In his speech, Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron said that more people were martyred in the July Revolution by the police and goons of the Awami government than the number of people who were martyred for demanding Bangla as the state language. Such a murder by visible shooting has never happened in the history of Bangladesh. Therefore, the sooner all the disappearances, murders and murders of the last 15 years during the Awami regime, including the July Revolution, can be tried, the more the common people’s confidence in the rule of law will increase.

After Sheikh Hasina fled, the country is now at the crossroads of democracy. In this time of crisis in the country, the students and the public, especially the political parties, must remain united against the fascists. Otherwise, domestic and foreign evil forces may take advantage of the disunity and try to thwart the gains achieved in the July Revolution. The blood donation of the martyrs of the July Revolution cannot be allowed to go in vain. There may be ideological differences in politics. This is the beauty of democracy. But if ideological differences reach the level of violence, there is a fear that the fallen political group will gain advantage.

He also said that the fallen former Prime Minister Sheikh Hasina always thought that I am the state, this state is mine. Although Sheikh Hasina and her cadres, who ordered the July murders to maintain power, fled the country, many of them did not think at all about the millions of leaders and comrades.

As a result, the Awami League has lost political and social acceptance among the people of the country. However, some people from the defeated Awami League are continuing provocative activities abroad to destabilize the country. If this domestic and foreign conspiracy is not confronted, the spirit of Ekushey and the spirit of the July Revolution will be disrupted.

Organized by Debate for Democracy, the debaters of Dhaka Cantonment Girls Public School and College defeated the debaters of St. Joseph Higher Secondary School in the shadow parliament titled “July mass uprising has proven that the spirit of Ekushey was not in vain.”

The judges of the competition were Professor Abu Muhammad Rais, Professor Dr. Tajul Islam Chowdhury Tuhin, Professor Dr. AKM Mazharul Islam, journalist Saidul Islam and journalist Mainul Alam. At the end of the competition, the participating teams were awarded trophies, crests and certificates.

শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়েছিল : আবুল কাসেম ফজলুল হক

ঢাকা ২৩ ফেব্রুয়ারি ২০২৫ :

একুশের চেতনায় উজ্জীবিত হয়েই দেশের ছাত্র—জনতা জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা নিজেকে একচ্ছত্র ক্ষমতার অধিকারি মনে করতেন। নির্বিচারে গুম খুনের নির্দেশদাতা হিসেবে জাতির কাছে তিনি অত্যাচারী শাসকে পরিণত হয়েছিলেন।

বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনসহ সব প্রতিষ্ঠানই প্রধানমন্ত্রীর একক নির্দেশে পরিচালিত হতো। যার ফলে হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট তার মর্যাদা হারিয়েছিল। দীর্ঘদিনের অপশাসন, অন্যায়—অত্যাচার ও দুনীর্তির কারণে তিনি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন।

টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠান্ডা মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ। এ ধরণের অপরাধে দন্ডিতদের বিচারে ফাঁসিও হতে পারে।

দেশবাসী আশা করে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিৎ।  

আজ ঢাকার এফডিসিতে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যত মানুষ শহীদ হয়েছে তার চাইতে বহু মানুষ শহীদ হয়েছে জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পুলিশ ও গুন্ডাবাহিনীর গুলিতে। বাংলাদেশের ইতিহাসে দৃশ্যমানভাবে গুলি করে এরকম হত্যাকান্ড আর কখনো ঘটেনি। তাই জুলাই বিপ্লবসহ আওয়ামী শাসনামলে গত ১৫ বছরের সকল গুম—খুন, হত্যার বিচার যতদ্রুত করা যাবে ততই সাধারণ মানুষের আইনের শাসনের প্রতি আস্থা বাড়বে।

শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশ এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে অবস্থান করছে। দেশের এই সংকটকালে ছাত্র—জনতাসহ বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশি বিদেশি অপশক্তিগুলো অনৈক্যের সুযোগ নিয়ে জুলাই বিপ্লবে অর্জিত সুফলকে ব্যর্থ করার অপচেষ্টা করতে পারে। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত দান বৃথা যেতে দেয়া যাবে না। রাজনীতির মধ্যে আদর্শগত মতপার্থক্য থাকতে পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। কিন্তু আদর্শগত মতপার্থক্য হানাহানির পর্যায়ে গেলে পতিত রাজনৈতিক গোষ্ঠি সুবিধা পাওয়ার শঙ্কা রয়েছে। 

তিনি আরো বলেন, পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মনে করতেন আমিই রাষ্ট্র, এই স্টেটটি আমার। ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাই হত্যাকান্ডের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার লেসপেনসাররা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেলেও লাখো লাখো নেতাকমীর্দের কথা একটুও ভেবে দেখেননি তারা।

ফলে আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অথচ পরাজিত আওয়ামী লীগের কিছু কিছু লোক দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশি বিদেশি এই ষড়যন্ত্র মোকাবেলা করা না গেলে একুশের চেতনা ও জুলাই বিপ্লবের যে স্প্রিট তা ব্যাহত হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি” শীর্ষক ছায়া সংসদে  সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংবাদিক মাঈনুল আলম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here