Dhaka March 1 2025:
Transparency International Bangladesh (TIB) has expressed deep concern over the incident of government requisitioning transport buses from at least one district outside Dhaka for representatives of the National Citizens Committee and the Anti-Inequality Movement to participate in the launch event of the new political party, the National Citizens Party (NCP), in imitation of authoritarianism.
At the same time, TIB says that the interim government cannot avoid responsibility for such abuse of power and immorality at the very beginning of the NCP. On the other hand, the organization has called on the NCP and its leaders, activists and supporters at all levels to commit to avoiding such authoritarian old practices under the banner of “Second Republic” and “New Political Settlement”.
In a statement today, TIB Executive Director Dr. Iftekharuzzaman said, “The emergence of a new political party led by students who led the movement to achieve the goal of ‘New Bangladesh’ initiated in exchange for the unprecedented sacrifice of the students and the public is likely to be considered an important milestone in post-authoritarian Bangladesh.
People’s expectations for the new politics formed by the young leadership imbued with the spirit of anti-discrimination are also immense. As a prerequisite for fulfilling this expectation, I urge the party to take this example of bus hoarding and its negative impact as a “red alert” at the very beginning and to refrain from such traditional suicidal activities and behavior in the future.
Dr. Zaman said, “This new political party formed by students can be helpful in the development of positive democratic practices and the possibility of this country’s liberation from the national hostage situation in the hands of zero-sum politics-based power abuse. Naturally, the repetition of authoritarianism or any kind of power abuse in the practice and behavior of the new leadership will give rise to negative perceptions in the public mind towards them and will hinder the development of accountable democratic sense and consciousness of the new Bangladesh.”
The Executive Director of TIB believes, “The new political party will play the role of the main catalyst in changing the culture of authoritarian behavior through absolute dominance in politics, public representation and government management, and the countrymen will expect this. However, everything will depend on how far the new party can stay away from the long-cherished practice of abuse of power in this country’s politics. He added, “The responsibility of the interim government is to refrain from providing any kind of patronage to any political group at all levels.”

দলীয় অনুষ্ঠানে যাতায়াতের জন্য হুকুম-দখল করে পরিবহণ অধিযাচন নতুন রাজনৈতিক বন্দোবস্তর চেতনার পরিপন্থি : টিআইবি
ঢাকা ০১ মার্চ ২০২৫:
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম-দখল করে পরিবহণ বাস অধিযাচনের (রিকুইজেশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একইসঙ্গে টিআইবি বলছে, এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। অন্যদিকে “সেকেন্ড রিপাবলিক” ও “নতুন রাজনৈতিক বন্দোবস্ত”-এর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরোনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘‘নতুন বাংলাদেশে’’-এর অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘‘রেড এলার্ট’’ হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।’
ড. জামান বলেন, ‘শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো-সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মিদশা থেকে এদেশের উত্তরণের সম্ভাবনা ও ইতিবাচক গনতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে। স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্বের চর্চা ও আচরণে পতিত কতৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাঁদের প্রতি জনমনে বিরূপ ধারনার জন্ম দিবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ ও চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে।’
টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ‘রাজনৈতিক, জনপ্রতিনিধিত্ব ও সরকার পরিচালনায় একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কতৃত্ববাদী আচরণের সংস্কৃতির পরিবর্তনে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে, দেশবাসী এমন আশা করবে। তবে, সবকিছুই নির্ভর করবে, নতুন দল এদেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে, তার ওপর।’ তিনি আরো বলেন, ‘অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব সকল পর্যায়ে যে-কোনো রাজনৈতিক মহলকে সকল প্রকার পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকা।’