Dhaka, March 2, 2025 (BSS):
A court has ordered the production of four people, including two police officers and a Chhatra League leader, before the International Crimes Tribunal on April 9 in the case of the killing of martyr Abu Sayeed in police firing in Rangpur during the July mass movement.
The four are Police SI Amir Hossain, Constable Sujan Chandra Roy, former Proctor of Begum Rokeya University (Berobi) Shariful Islam and General Secretary of Berobi Chhatra League Imran Chowdhury Akash.
A three-member judicial panel led by Tribunal Chairman Justice Md. Golam Mortuza passed the order on Sunday after granting an application filed by the prosecution in this regard.
Chief Prosecutor of the International Crimes Tribunal Md. Tajul Islam told this to media personnel at a press briefing at the tribunal premises after the hearing.
He said, before the murder of martyr Abu Sayeed, the former Berobi proctor and Chhatra League leaders and activists carried out several attacks to bring the students out. At one stage of the student movement, two policemen shot Abu Sayeed dead at close range in cold blood. We have found evidence in the investigation that the university proctor was directly involved in the incident. All of them are already arrested in other cases and are in jail, and they will be presented before the International Crimes Tribunal on April 9.
In response to a question from journalists at that time, the Chief Prosecutor said, “I hope it will be possible to submit this report within the stipulated date. Such killings have taken place across the country on the orders of Sheikh Hasina, who ordered genocide and crimes against humanity. We may get the investigation report being prepared against Sheikh Hasina from the investigation agency within this month. Our investigation agency is working day and night for this purpose.”
Earlier, on January 13, the family of martyr Abu Sayeed, who was killed in Rangpur during the July Movement, filed a complaint with the International Crimes Tribunal against 25 people.
আবু সাঈদ হত্যা : পুলিশ-ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) :
জুলাই গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুইজন পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।
এই চারজন হলেন পুলিশের এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ।
আজ রোববার এই বিষয়ে প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের এই হত্যাকাণ্ডের আগে সাবেক বেরোবি প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনে। শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে দুইজন পুলিশ ঠাণ্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এ ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে আমরা প্রমাণ পেয়েছি। তারা সবাই ইতিমধ্যেই অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন, আগামী ৯ এপ্রিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আশা করি নির্ধারিত তারিখের মধ্যেই এই প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা শেখ হাসিনার নির্দেশেই সারাদেশ জুড়ে এধরনের হত্যাকাণ্ড ঘটেছে। আমরা হয়তো এ মাসের মধ্যেই তদন্ত সংস্থার কাছ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন তৈরি হচ্ছে সেটি পেয়ে যাবো। এ লক্ষ্যে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করে যাচ্ছে।
এর আগে, জানুয়ারির ১৩ তারিখে জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন।