Home Business Strong tobacco control law will reduce exposure to secondhand smoke

Strong tobacco control law will reduce exposure to secondhand smoke

0

PROGGA-ATMA Meets Commerce Adviser

Dhaka March 10 2025:

A delegation from research and advocacy organization PROGGA (Knowledge for Progress) and Anti-Tobacco Media Alliance (ATMA) held a meeting with the Commerce Adviser Sk. Bashir Uddin today at his office in the Bangladesh Secretariat.

During the meeting, PROGGA-ATMA delegation team informed the Commerce Adviser regarding the Ministry of Health and Family Welfare’s (MoHFW) initiative to eliminate designated smoking areas (DSAs) through law amendment to safeguard non-smokers from the health hazards of passive smoking. A 100% smoke-free environment cannot be achieved if DSAs continue to exist. Especially, as a person enters or exits smoking zones at hotels and restaurants, cigarette smoke leaks and makes all patrons, including women and children, inhale secondhand smoke. Hospitality workers also fall victim to passive smoking while providing service.

It was further informed by PROGGA-ATMA that the prevalence of tobacco use in Bangladesh is the highest among South Asian countries, with a rate of 35.3% (GATS, 2017), compared to 28.6% in India and 19.1% in Pakistan. Tobacco related deaths and diseases works as a major impediment to achieving the Sustainable Development Goal (SDG)-3, which aims to ensure healthy lives and promote well-being for all. Tobacco claims nearly 161,000 lives each year in Bangladesh. The financial loss incurred from tobacco-related deaths and diseases is much higher than the revenue earned from the tobacco sector.

The delegation attending the meeting included Mortuza Haider Liton, ATMA convener; Nadira Kiron, co-convener of ATMA; Md. Shafiqul Islam, Business In-charge, Bangla Tribune; ABM Zubair, Executive Director, PROGGA, and Md. Hasan Shahriar, Head of Programs, PROGGA.

শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পরোক্ষ ধূমপান কমাবে

বাণিজ্য উপদেষ্টার সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ

ঢাকা মার্চ ১০ ২০২৫ :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে সাক্ষাৎ করেছেন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রজ্ঞা-আত্মা’র পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টাকে জানানো হয়, পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষা প্রদান করতে আইন সংশোধনের মাধ্যমে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্মোকিং জোন থাকলে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকে না। বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁয় স্মোকিং জোনে প্রবেশ বা বের হওয়ার সময় সিগারেটের ধোঁয়া পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে এবং সেখানে আগত নারী, শিশুসহ সবাই পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয়। একইসাথে সেবা কর্মীরাও সেবা দিতে গিয়ে পরোক্ষ ধূমপানের শিকার হয়।

প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে আরো জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি ৩৫.৩ শতাংশ (গ্যাটস, ২০১৭), যা ভারতে ২৮.৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯.১ শতাংশ। তামাক ব্যবহারজনিত মৃত্যু এবং অসুস্থতা এসডিজি’র ৩য় লক্ষ্যমাত্রা- সুস্বাস্থ্য অর্জনের একটি বড় বাধা। তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ বিভিন্ন রোগে মারা যায়। তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টার সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন এবং সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here