Home Business Visa celebrates Ramadan with exciting offers

Visa celebrates Ramadan with exciting offers

0

Bangladeshi Visa cardholders stand to win foodpanda vouchers of up to BDT 15,000

Dhaka March 12 2025:

Visa (NYSE: V), the global leader in digital payments, has recently announced its first in-market Direct-to-Cardholder campaign in Bangladesh, offering exclusive rewards on all Visa consumer cards in the country. The campaign started last week and will be running until May 31, 2025, to bring added joy to customers during Ramadan, Independence Day, Eid-ul-Fitr & Pohela Boishakh.

Visa cardholders can enjoy the benefits of three different offers under the campaign: Activate & Win, Tap & Win, and Spend & Win

  • ‘Activate & Win’ offer – customers must use their Visa card at least once on a valid transaction of at least BDT 500 during the campaign to win a foodpanda voucher worth BDT 150. All Visa cardholders who have not made any eligible transactions between January 1, 2024, and February 15, 2025, can participate in this offer.
  • ‘Tap & Win’ offer – Visa cardholders need to conduct 15 eligible ‘tap and pay’ transactions of at least BDT 500 each during the campaign period using their contactless-enabled cards, to win a foodpanda voucher worth BDT 500.
  • ‘Spend & Win’ offer – customers can make as many eligible transactions as possible with their Visa card during the campaign. The top 100 spenders will win a foodpanda voucher worth BDT 15,000.

Elaborating on the campaign, Sabbir Ahmed, Country Manager, Bangladesh, Nepal, & Bhutan, Visa, commented, “We believe in making every moment more rewarding for our cardholders. Bangladesh is filled with rich culture, festivities, and tradition and this campaign is Visa’s way of celebrating with our users, ensuring convenience and security in digital payments with ample rewards during festive times. We are delighted to partner with foodpanda to fill the country’s festivities with joy and gratification. Whether anyone is shopping for Ramadan, preparing for Eid, or Pohela Boishakh, Visa is here to make every celebration memorable and rewarding.”

The three offers are applicable to all Credit, Debit, and Prepaid Visa cardholders in the country and abroad, for all Visa cards issued in Bangladesh. Vouchers for the ‘Activate & Win’ and ‘Tap & Win’ offers can be claimed 20 days after the last eligible transaction. Vouchers for the ‘Spend & Win’ offer can be claimed within 20 days after the campaign period ends. 

Visa continues to drive the adoption of digital payments by offering seamless, secure, and rewarding experiences to cardholders. The new campaign underscores Visa’s commitment to financial inclusion, cashless transactions and seamless payments, ensuring that more people can enjoy the benefits of paying digitally. 

 রমজান ও অন্যান্য উৎসব উদযাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

বাংলাদেশি ভিসা কার্ডধারীদের জন্য থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ফুডপ্যান্ডা ভাউচার 

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ :

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সকল ভিসা কার্ডধারীরা আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাক্টিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন এই তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। 

  • ‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। গতবছরের ০১ জানুয়ারি থেকে এবছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে যারা কোনো লেনদেন করেননি, তারাই এই অফারের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
  • ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীদের কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে এই শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপান্ডা ভাউচার পাওয়া যাবে।
  • ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপান্ডা ভাউচার।

বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “আমরা আমাদের কার্ডধারীদের জন্য প্রতিটি মুহূর্তকে আরও বেশি উপভোগ্য করে তুলতে চাই। সমৃদ্ধ সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যে পরিপূর্ণ বাংলাদেশ; আর আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই আনন্দ কার্ডধারীদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আর এই উৎসবের মুহূর্তে বিশেষ অফার আনতে পেরে আমরাও উচ্ছ্বসিত। ফুডপান্ডার সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে চাই। রমজানের শপিং থেকে শুরু করে ঈদের প্রস্তুতি হোক বা পহেলা বৈশাখ উদযাপন, ভিসা প্রতিটি উৎসবকে আনন্দদায়ক করে তুলতে আপনাদের পাশে আছে।”

ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড ভিসা কার্ডহোল্ডাররা দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশ থেকে ইস্যু হওয়া সকল ভিসা কার্ড এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। ‘অ্যাকটিভেট অ্যান্ড উইন’ ও ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারের ভাউচার সর্বশেষ লেনদেনের ২০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফার বিজয়ীদের ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে ভাউচার ব্যবহার করতে হবে। 

ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ভিসা। আর নতুন এই ক্যাম্পেইনটি আর্থিক অন্তর্ভুক্তি, ক্যাশলেস লেনদেন ও নির্বিঘ্ন পেমেন্ট ব্যবস্থার প্রতি ভিসার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here