Home Business Tax reform can add BDT 20 Billion Extra to State Coffer, encourage...

Tax reform can add BDT 20 Billion Extra to State Coffer, encourage millions to quit smoking

0

Dhaka March 14 2025 :

The existing four price tiers in cigarettes (low, medium, high and premium) has rendered tobacco price and tax measures less effective.

Particularly, the very narrow price difference between low and medium tier cigarettes allows consumers to choose brands belonging to any of these two tiers.

To discourage the poor and the youth from lighting up and to hike the government’s revenue inflow, this glaring loophole can be plugged in the upcoming FY 2025-26 national budget by merging low and medium price tiers into one and reducing the number of price tiers to three.

Speakers said these at a journalists’ workshop titled “Tobacco Tax and Price Measures: Budget FY 2025-26” that took place at BIP Conference Room of the Capital on 12 and 13 March 2025.

The two workshops, organized jointly by PROGGA (Knowledge for Progress) and ATMA (Anti-Tobacco Media Alliance), was attended by 50 journalists from print, television and online media outlets.

It was informed that tobacco products in Bangladesh are already cheap. For the lack of an effective tax structure, these products are getting much cheaper and affordable when compared to the prices of essential commodities. An analysis of the average retail prices of essential commodities in 07 metropolitan cities of the country (Dhaka, Chattogram, Rajshahi, Khulna, Sylhet, Barisal and Rangpur) between 04 July 2021 and 04 July 2023, as reported by the Department of Agricultural Marketing (DAM), shows that price of loose sugar has seen a 89 percent hike in this time period, the hike is 87 percent for potatoes, 75 percent for loose flour, 47 percent for pangash fish, 43 percent for eggs, 34 percent for soybean oil, 30 percent for powdered milk, and 27 percent for broiler chicken.

However, during this same timeframe, the hike in the prices of different tiers of cigarettes ranged between 6 -15 percent only. This is pushing the youth and the poor into getting hooked on the addiction of a cheap toxic product.

The proposals presented during the workshop for the FY 2025-26 national budget are as follows: The low and medium tier should be merged into one and prices for 10 sticks of the merged tier should be set at BDT 90. The retail price of high-tier cigarettes should be kept at existing BDT 140 for 10 sticks. The prices for 10 sticks of premium cigarettes should be raised to BDT 190. The supplementary duty (SD) on all cigarette tiers should be the existing 67 percent.

For non-filtered bidi, the retail price should be BDT 25 for 25 sticks. In the case of filtered bidi, the retail price for 20 sticks should be set at BDT 20. Both prices should be followed by a 45 percent SD. Regarding smokeless tobacco, the retail price for 10 grams of jarda and gul should be BDT 55 and BDT 30, followed by 60 percent SD. The budget proposals also suggest retaining 15 percent VAT on the retail prices of tobacco products and continuing the existing 1 percent health development surcharge (HDS).

In support of the proposals, speakers informed that budget proposals placed by anti-tobacco organizations, if realized, can help the government raise a staggering BDT 20,000 crore in additional revenue, which will come in handy in reaching revenue targets and improve public health. Implementation of such proposals, in the long run, will also help prevent the premature deaths of 1.7 million Bangladeshis, including nearly 900,000 youths.

The discussants in the workshop include Kawser Rahman, City Editor, the Daily Janakantha; Md. Sazzadur Rahman, Deputy Editor, The Business Standard; Mortuza Haider Liton, Convener, ATMA; Nadira Kiron and Mizan Chowdhury, both Co-convener, ATMA; ABM Zubair, Executive Director, PROGGA and Md. Hasan Shahriar, Head of Tobacco Control, PROGGA.

সিগারেট করকাঠামোয় সংস্কার করতে হবে: রাজস্ব বাড়বে ২০হাজার কোটি, দরিদ্র জনগোষ্ঠী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

ঢাকা ১৪ মার্চ ২০২৫ :

সিগারেটে ৪টি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন এবং মধ্যম স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তা যে কোন একটি স্তরের সিগারেট বেছে নেয়ার সুযোগ পাচ্ছে।

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। একইসাথে, তামাকখাতে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে আজ (১৩ মার্চ) এবং গতকাল (১২ মার্চ) অনুষ্ঠিত “তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৫-২৬” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকবৃন্দ। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ২টি কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত মোট ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলো আরো সস্তা হয়ে পড়ছে। কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রাপ্ত ৭টি মহানগরীর (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং রংপুর) নিত্যপণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২১ সালের (৪ জুলাই) তুলনায় ২০২৩ সালে (৪ জুলাই) খোলা চিনির দাম বেড়েছে ৮৯ শতাংশ, আলু ৮৭ শতাংশ, খোলা আটা ৭৫ শতাংশ, পাঙ্গাস মাছ ৪৭ শতাংশ, ডিম ৪৩ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, গুঁড়ো দুধ ৩০ শতাংশ, এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২৭ শতাংশ। অথচ একইসময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে

আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্যবৃদ্ধি সংক্রান্ত যেসব প্রস্তাব কর্মশালায় তুলে ধরা হয় সেগুলো হচ্ছে, নিম্ন স্তর এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা; উচ্চ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৪০ টাকায় অপরিবর্তিত রাখা; এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা। সিগারেটের খুচরা মূল্যের ওপর ৬৭% সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা।

ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৫৫ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। এছাড়া সকল তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখা।

কর্মশালায় জানানো হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। একইসাথে দীর্ঘমেয়াদে প্রায় নয় লাখ তরুণসহ মোট সতেরো লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

কর্মশালাগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here