Dhaka March 14 2025:
BRAC Bank has recognised the top-performing female staff of its Branch Network, who achieved outstanding deposit business performance during the second half of 2024, recently.
At an event styled ‘Women Warriors’, the bank’s Chairperson Meheriar M Hasan, Vice Chairperson Faruq Mayeenuddin Ahmed, Directors Farzana Ahmed, Anita Ghazi Rahman, Lila Rashid and Salek Ahmed Abul Masrur and Managing Director & CEO Selim R. F. Hussain joined the recognition ceremony. They handed over awards to the Branches’ female officials who contributed significantly to the bank’s deposit business growth.
Deputy Managing Director and Head of Branch Distribution Network Sheikh Mohammad Ashfaque and Members of the Senior Management Committee attended the ceremony on March 5, 2025.
Female leaders in key frontline roles play a significant part in the bank’s business growth. As a people-centric organisation, BRAC Bank provides a conducive workplace environment and capacity-building opportunity to help women achieve fast-track career progression and professional success.

ব্রাঞ্চ নেটওয়ার্কের ‘উইমেন ওয়ারিয়র্স’দের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
ঢাকা ১৪ মার্চ ২০২৫ :
ব্যবসায় অসাধারণ সাফল্যের জন্য ব্রাঞ্চ নেটওয়ার্কের নারী সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ডিপোজিট বিজনেসে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ নারী কর্মকর্তাদের এই সম্মাননা দেয় ব্যাংকটি।
এই উপলক্ষ্যে ৫ মার্চ ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘উইমেন ওয়ারিয়র্স’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে অংশ নিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, লীলা রশিদ, সালেক আহমেদ আবুল মাসরুর এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ব্যাংকের ডিপোজিট প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্রাঞ্চ নেটওয়ার্কের এসব নারী সহকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা।
ব্যাংকের ফ্রন্টলাইনে কাজ করা এই নারী কর্মকর্তারা ব্যাংকটির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নারী কর্মীদের জন্য এমন এক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাঁদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি ক্যারিয়ার অগ্রগতিতেও সহায়তা করবে।