Dhaka March 15 2025:
Our businessmen are not ready to face the challenge of LDC graduation. Due to the lack of tariff benefits after graduation, Bangladesh’s export sector may suffer a loss of $8 billion per year. In addition, development cooperation in the field of climate finance will also decrease.
The economic data provided during the previous government was biased and politically motivated. Bangladesh was a pioneer in how economic data can be used for political gain.
They used the data as they pleased by giving instructions to the Bangladesh Bureau of Statistics (BBS). After LDC graduation, Bangladesh will have to borrow at commercial rates. Which is difficult to repay and fulfill the terms of the loan.
There is always a doubt about the loan from China. While compliance is clear in the case of loans from other countries, it is not the case with China. We cannot fall into the debt trap in any way. In the last 15 years, there has been widespread waste, corruption and looting of loan money. This debt has become a burden due to the lack of a realistic plan for repayment.
Caution must be exercised in taking foreign loans and good governance and accountability must be ensured in debt management. CPD Executive Director Dr. Fahmida Khatun said these things in her speech as the chief guest at the shadow parliament organized on the challenge of LDC graduation at the FDC in the capital today. Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron presided over the competition.
In the speech as the president, Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron said, “Although the interim government has decided to make the necessary preparations for LDC graduation, the question is whether we are going to transition to a developing country based on the false information of the Awami government.” The economic development of the previous government was exaggerated. False, false and exaggerated information was used to tell a false story of development. Lies were told about the country’s reserves, GDP, export earnings, poverty alleviation, food production, child marriage and even the actual population in the past. The BBS provided statistics as the government wanted. The situation was so bad that former Finance Minister Abul Mal Abdul Muhith called the Bangladesh Bureau of Statistics’ data bogus at a program.
He also said that people spent public money abroad in the name of road shows. The real information about the country’s defaulted loans was never made known. More loans were written off than were collected. The Bankers Association used to determine the interest rate and the value of the dollar from a five-star hotel.
The nexus of these four circles – the government, some politicians, bureaucrats and businessmen – brought the country’s economy to the brink of destruction. Although many economists believe that the data that the government has manipulated for the past decade for LDC graduation is possible to deal with. However, considering the current global economic and political situation, including the financial sector’s shortcomings during the previous government’s tenure—corruption, energy crisis, high inflation, rising interest rates, declining FDI, and lack of private investment—there is a risk that Bangladesh will face the challenge of LDC graduation in 2026. However, there is more than a year and a half to graduate from LDC, so we have to prepare now to face its challenges.
This will further enhance the country’s prestige, attract foreign investors. Opportunities for setting up new industries will increase, more employment will be created. Domestic revenue will increase.
Debate for Democracy organized a shadow parliament titled “The current government is on the right track to meet the challenges of LDC graduation” and defeated the debaters of Noakhali University of Science and Technology and the debaters of Shaheed Suhrawardy Medical College emerged victorious.
The judges of the competition were Professor Abu Muhammad Rais, Dr. Sheikh Mohammad Jobayed Hossain, Dr. SM Morshed, journalist Mainul Alam, journalist Md. Touhidul Islam. At the end of the competition, the participating teams were awarded trophies, crests and certificates.

এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : ড. ফাহমিদা খাতুন
ঢাকা ১৫ মার্চ ২০২৫ :
আমাদের ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নয়। গ্র্যাজুয়েশন পরবতীর্ সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ক্ষতি হতে পারে।
এছাড়া জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও উন্নয়ন সহযোগিতা হ্রাস পাবে। বিগত সরকারের সময় যে অর্থনৈতিক তথ্য দেয়া হয়েছিল তা ছিল গোজামিল নির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অর্থনৈতিক ডাটা কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় বাংলাদেশ ছিল তার মধ্যে একটা অগ্রগণ্য দেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কে নির্দেশদানের মাধ্যমে তারা মনমতো ডাটা ব্যবহার করতো। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাংলাদেশকে কমার্শিয়াল রেটে ঋণ নিতে হবে। যা পরিশোধ করা ও ঋণের শর্তপূরণ করা কঠিন। চীনের ঋণের ব্যাপারে সবসময় একটা সংশয় থাকে। অন্যান্য দেশের ঋণের ক্ষেত্রে কমপ্লায়েন্স স্পষ্ট থাকলেও চীনের ক্ষেত্রে তা থাকেনা। কোনভাবেই আমাদের ঋণের ফাঁদে পা দেয়া যাবে না।
গত ১৫ বছরে ঋণের টাকা ব্যাপক অপচয়, দুনীর্তি ও লুটপাট হয়েছে। ঋণ পরিশোধে বাস্তব ভিত্তিক কোন পরিকল্পনা না থাকায় এই ঋণ বোঝা হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক ঋণ গ্রহণে সতর্কতা ও ঋণ ব্যবস্থাপনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আজ এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বতীর্ সরকার এলডিসি গ্র্যাজুয়েশনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নিলেও প্রশ্ন হচ্ছে, আওয়ামী সরকারের আমলের ভুয়া তথ্যের ভিত্তিতে আমরা উন্নয়নশীল দেশে উত্তরণ হতে যাচ্ছি কিনা ? বিগত সরকারের আমলের অর্থনৈতিক উন্নয়নকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। ভুল, মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে উন্নয়নের মিথ্যা গল্প শোনানো হতো। দেশের রিজার্ভ, জিডিপি, রপ্তানি আয়, দারিদ্র বিমোচন, খাদ্য উৎপাদন, বাল্য বিবাহ এমনকি প্রকৃত জনসংখ্যা নিয়েও মিথ্যাচার করা হয়েছিল বিগত সময়ে। সরকার যেভাবে চাইতো বিবিএস সেভাবেই তথ্য পরিসংখ্যান প্রদান করতো। অবস্থা এতটাই খারাপ ছিল যে, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যকে বোগাস বলে আখ্যায়িত করেছিলেন।
তিনি আরো বলেন, বিদেশে রোড শো’র নামে রাষ্ট্রিয় অর্থ অপচায় করে প্রমোদ ভ্রমণ করা হয়েছে। দেশের খেলাপি ঋণের প্রকৃত তথ্য কখনো জানতে দেয়া হয়নি। যে পরিমাণে ঋণ আদায় হতো তার চেয়ে বেশি অবলোপন হতো। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন পাঁচ তারকা হোটেলে বসে সুদহার ও ডলারের মূল্য নির্ধারণ করে দিতো। সরকার, কতিপয় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই চার চক্রের নেক্সাস দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী সরকার। যদিও অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন গত এক দশকের বেশি সময় সরকার যে ডাটা মেনিপুলেট করেছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তা মোকাবেলা করা সম্ভব।
তবে বিগত সরকারের আমলে আর্থিক খাতের অনিময়—দুনীর্তি, জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধি, এফডিআই কমে যাওয়া, বেসরকারি বিনিয়োগের ঘাটতিসহ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২৬—এ বাংলাদেশের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জে ফেলার শঙ্কা রয়েছে। তবে এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় দেড় বছরের বেশি সময় আছে তাই এর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এতে দেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। নতুন শিল্পকারখানা স্থাপনের সুযোগ বাড়বে, অধিক কর্মসংস্থান তৈরি হবে। অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়বে।
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে আছে” শীর্ষক ছায়া সংসদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে এবং শহীদ সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।