Home Business Visa: Consumers in Bangladesh can Control their Online Security this Safer Internet...

Visa: Consumers in Bangladesh can Control their Online Security this Safer Internet Day

0

Safer Internet Day

Dhaka February 10, 2025:

On the occasion of Safer Internet Day, Visa, the global leader in digital payments, today shared the top ways for consumers to stay safe digitally. As fraud and data breaches continue to grow across the world and in Bangladesh, Visa highlighted the immediate need for consumers themselves to be aware and updated of security measures, that are easy to implement and can safeguard personal and financial information.

Sabbir Ahmed, Country Manager, Bangladesh, Nepal and Bhutan, Visa said, “As more of our daily activities move online—whether for work, socializing, or shopping—scammers use sophisticated methods to steal information and money from unsuspecting consumers. This Safer Internet Day on February 11th, Visa is sharing how consumers and Visa cardholders can protect their digital information and pay safer digitally, in addition to the numerous measures that banks and networks like Visa are taking to continuously enhance their infrastructure and ecosystems.”

Some of the tips that Visa emphasises upon for consumers to protect themselves are:

  1. Secure Your Devices with Biometrics: Use biometric security features in your phones and laptops like fingerprints or facial recognition – these provide a higher degree of security compared to traditional PINs and passwords that may get compromised, especially for digital payments.
  2. Use trusted websites: The most common red flag is a website address that does not start with “https://” which means there is a potential security issue on it. For an app, download from a trusted app store to protect sensitive information and reduce the risk of malicious software.
  3. Read privacy policies: It might not be the most exciting read, but checking privacy policies helps you understand how your data is being used. Know what you’re agreeing to so you make informed decisions.
  4. Know What to Do if You’re a Victim of Fraud: If you suspect online fraud, immediately contact your bank or payment provider as well as log a complaint on their helpline to report any unauthorised transactions.

By following these tips, one can make their digital shopping and payment experiences more secure. Stay vigilant and proactive to protect yourself from the growing risks of the digital world, this Safer Internet Day!

দেশের গ্রাহকদের অনলাইন নিরাপত্তা সচেতনতায় বিশেষ সব পরামর্শ জানালো ভিসা

সেফার ইন্টারনেট ডে

ঢাকা, ফেব্রুয়ারি ১০, ২০২৫ 

সেফার ইন্টারনেট ডে, অর্থাৎ নিরাপদ ইন্টারনেট দিবসকে কেন্দ্র করে ডিজিটাল পরিসরে গ্রাহকদের নিরাপদ থাকা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিতের কার্যকরী কিছু পরামর্শ জানিয়েছে ডিজিটাল পেমেন্ট খাতে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। বিশ্বব্যাপী অনলাইন জালিয়াতি ও তথ্যচুরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এই ঝুঁকির আওতায় রয়েছে বাংলাদেশও। বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের আরো সচেতন করে তোলা এবং নিরাপত্তা রক্ষার সর্বাধুনিক সব উপায় সম্পর্কে গ্রাহকদের জানানোর পদক্ষেপ নিয়েছে ভিসা, যাতে গ্রাহকরা আরো স্বাচ্ছন্দ্যের সাথে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারেন।

“প্রাত্যহিক বিভিন্ন কাজ, সামাজিক যোগাযোগ কিংবা কেনাকাটার জন্য সময়ের সাথে সাথে আমরা আরো বেশি অনলাইন নির্ভর হয়ে পড়ছি। আর এর সুযোগ নিয়ে প্রতারকরাও নতুন নতুন সব পন্থায় গ্রাহকদের তথ্য ও অর্থ চুরির চেষ্টা চালাচ্ছে। ১১ ফেব্রুয়ারি নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সাধারণ গ্রাহক ও কার্ডহোল্ডারদের জন্য ডিজিটাল পরিসরে নিজেদের তথ্য নিরাপদে রাখা ও শতভাগ নিশ্চয়তার সাথে ডিজিটাল পেমেন্ট সম্পাদনের নানা উপায় সম্পর্কে জানিয়েছে ভিসা। এছাড়াও, পেমেন্ট অবকাঠামো এবং গোটা ইকোসিস্টেমের অবস্থা আরো উন্নত করে তুলতে বিভিন্ন ব্যাংক ও ভিসার মত নেটওয়ার্কগুলো প্রতিনিয়ত নানা রকম পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে”, বলেন ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ

গ্রাহকদের নিরাপদে রাখতে ভিসার উল্লেখিত গুরুত্বপূর্ণ পরামর্শগুলোর মধ্যে রয়েছে –

১। বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে ডিভাইস নিরাপদ রাখাঃ ফোন ও ল্যাপটপের মত ডিভাইসগুলোতে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা চেহারা (ফেসিয়াল রিকগনিশন) ব্যবহার করা হলে তা গতানুগতিক পিন বা পাসওয়ার্ডের চেয়ে শক্তিশালী নিরাপত্তা দেয়। বিশেষত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বায়োমেট্রিক সিকিউরিটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।

২। ট্রাস্টেড ওয়েবসাইট ব্যবহার করাঃ অনিরাপদ ওয়েবসাইট চেনার একটি সহজ উপায় হল এগুলো https:// দিয়ে আরম্ভ হয় না। এধরণের ওয়েবসাইটে ঝুঁকির আশঙ্কা থাকে। এছাড়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রেও সবসময় বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা উচিৎ, অন্যথায় সফটওয়্যার সংক্রান্ত ঝুঁকি রয়ে যেতে পারে।

৩। প্রাইভেসি পলিসি ভালোভাবে পড়াঃ অনেক দীর্ঘ ও জটিল হলেও যেকোনো ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা অর্থাৎ প্রাইভেসি পলিসি গুলো বিস্তারিত পড়ে নিলে ব্যবহারকারীরা নিজেদের কতটুকু তথ্য সংগৃহীত হচ্ছে এবং তা কীভাবে ব্যবহৃত হচ্ছে – এ ব্যাপারে সতর্ক থাকতে পারেন। ভালোভাবে পড়ে কোন তথ্যগুলো শেয়ারের অনুমতি দেয়া হচ্ছে, তা জেনে নিলে সম্ভাব্য যেকোনো প্রতারণা এড়ানো যায়।

৪। ক্ষতির সাপেক্ষে পদক্ষেপ নেয়াঃ অনলাইনে প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নেয়ার মত পদক্ষেপগুলোও জেনে রাখা প্রয়োজন। এক্ষেত্রে নির্ধারিত হেল্পলাইনের মাধ্যমে গ্রাহকদের ব্যাংক বা পেমেন্ট প্রোভাইডারের সাথে দ্রুত যোগাযোগ করা ও অনাকাঙ্ক্ষিত লেনদেনের বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানো উচিৎ।

উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা ডিজিটাল পরিসরে আরো নিরাপদে কেনাকাটা ও অর্থ লেনদেন সুবিধা উপভোগ করতে পারবেন। প্রযুক্তির রূপান্তরের সাথে সাথে অনলাইনে প্রতারকরাও নিত্যনতুন উপায়ে গ্রাহকদের ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই এই নিরাপদ ইন্টারনেট দিবসে ইন্টারনেট ব্যবহারে আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হবার প্রত্যয় জানাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here